E-Paper

‘বিকশিত’ হতে মাথা পিছু আয় কত হতে হবে, এখনও জানে না কেন্দ্র

সি রঙ্গরাজনের মতো অর্থনীতিবিদদের মতে, বিশ্ব ব্যাঙ্কের হিসেবে উন্নত দেশগুলির মাথা পিছু আয় ২০২৪-২৫ সালে ছিল ১৪,০০৬ ডলার।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:১১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মোদী সরকার ২০৪৭-এ ভারতকে ‘উন্নত অর্থনীতি’ বা ‘বিকশিত ভারত’-এ পরিণত করার লক্ষ্য নিয়েছে। যার অর্থ, সে সময় ভারতে মাথা পিছু আয় উন্নত দেশগুলির সমান হতে হবে। কিন্তু ২০৪৭ দূর, আগামী পাঁচ বছরের জন্যও মাথা পিছু আয়ের লক্ষ্য স্থির করেনি তারা। আজ অর্থ মন্ত্রক সংসদে প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছে, ২০২৪-২৫ সালে দেশে মাথা পিছু আয় ছিল ২,০৫,৩২৪ টাকা। পাঁচ বছরে এর লক্ষ্য ঘোষণা হয়নি। তবে বিকশিত ভারতের পরিকল্পনা অনুযায়ী আয়ের উন্নতির জন্য কৃষি ক্ষেত্রের বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো, গ্রামোন্নয়ন, আর্থিক বৃদ্ধির সুফল সকলকে পৌঁছে দেওয়া, কর্মসংস্থানমুখী উন্নয়নের মতো ক্ষেত্র চিহ্নিত হয়েছে।

সি রঙ্গরাজনের মতো অর্থনীতিবিদদের মতে, বিশ্ব ব্যাঙ্কের হিসেবে উন্নত দেশগুলির মাথা পিছু আয় ২০২৪-২৫ সালে ছিল ১৪,০০৬ ডলার। ওই আয় যে ভাবে বেড়েছে, সেই অনুযায়ী ২০৪৭-এ তা হবে ১৮,৪১৪ ডলার। ভারতের মাথা পিছু আয় এখন ২৫০০ ডলারেরও কম। কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের মতে, ২০৪৭-এ তা ১৪.৯ লক্ষ টাকায় পৌঁছতে পারে। এখন যার অঙ্ক ২ লক্ষ টাকার মতো।

আজ তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রক জানিয়েছে, ২০২০-২১ সালে কোভিডের পরে দেশে মাথা পিছু নিট আয় ১,২৭,২৪৪ টাকায় নামে। ২০২৩-২৪ সালে ছিল ১,৮৮,৮৯২ টাকা। পরের বছর ৮.৭%বেড়ে হয় ২,০৫,৩২৪ টাকা। মন্ত্রকের দাবি, ২০২১-এ ডলারের হিসেবে ক্রয়ক্ষমতার তুলনা অনুযায়ী বিশ্বের মাথা পিছু মোট আয় ২০২৪-এ আগেরবছরের চেয়ে মাত্র ১.৮% বেড়েছিল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Central Government Central Government schemes

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy