পর্যটনের লাগামছাড়া বিকাশ বহু ক্ষেত্রে ভারত-সহ বিশ্ব জুড়ে পরিবেশ এবং মানব সভ্যতার উপর বিরূপ প্রভাব ফেলেছে। তাই পরিবেশবান্ধব পর্যটন পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। তাতে শামিল ভারতও। এ জন্য ‘ট্র্যাভেল ফর লাইফ’ কর্মসূচি নেওয়া হয়েছে, জানাল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। মন্ত্রকের আঞ্চলিক (কলকাতা) দফতর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বুধবার বিভিন্ন দূতাবাস, বিদেশি কার্যালয় এবং পর্যটন শিল্পের প্রতিনিধিদের উপস্থিতিতে এ রাজ্যে সেই কর্মসূচি ও প্রচারের সূচনা করে।
মন্ত্রকের পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল সাগ্নিক চৌধুরীর বক্তব্য, বহু পর্যটন কেন্দ্র নির্দিষ্ট গণ্ডির মধ্যে কেন্দ্রীভূত হওয়ায় পরিবেশ ও স্থানীয়দের উপরে চাপ বাড়ছে। তাই ভারসাম্য বজায় রেখে পর্যটনের ধারাবাহিক উন্নয়নই কর্মসূচির মূল লক্ষ্য। তাতে গুরুত্ব পাবে গ্রামীণ পর্যটনের বিকাশ, পর্যটক ও পর্যটনে যুক্তদের সার্বিক পরিবেশের প্রতি সঠিক আচরণ ও ব্যবহারে জোর দেওয়া, পর্যটকদের স্থানীয় পরিবেশে মিশে সেখানকার সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের ব্যবস্থা। সাংস্কৃতিক পর্যটনের উন্নয়নে কর্মরত উপদেষ্টা ‘বাংলা নাটক ডট কম’-এর সঙ্গে যৌথ ভাবে ওই দফতরের অফিসে অক্টোবর থেকে প্রতি শুক্রবার বিদেশি পর্যটকদের গ্রামীণ লোকসংস্কৃতির কর্মশালা চলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)