সমাজমাধ্যম থেকে কোনও তথ্য বা পোস্ট সরানোর নিয়ম আরও কঠিন ও নাগরিকবান্ধব করার পথে হাঁটছে কেন্দ্র। এখন থেকেএ ধরনের পোস্ট সরাতে হলে সুনির্দিষ্টতথ্য ও নির্দেশিকার ভিত্তিতে তা করতে হবে। দিতে হবে যথাযথ কারণ। তা সরানোর নির্দেশ দিতে পারবেন একমাত্র উচ্চপদস্থ সরকারি কর্তারাই।
বুধবার তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সরকারের যুগ্ম সচিব বা তার উর্ধ্বতন কোনও আধিকারিক এবং পুলিশের ক্ষেত্রে ডিআইজি বা তাঁর থেকে উচ্চপদে থাকা কোনও কর্তাকে এই নির্দেশ লিখিত আকারে দিতে হবে। তার নিচের কোনও কর্তার নির্দেশ গ্রাহ্য হবে না। পাশাপাশি, যে কোনও আদালতের নির্দেশ থাকলে তা গ্রাহ্য করা হবে। তথ্যপ্রযুক্তি আইনের ৩(১)(ডি) ধারা অনুসারে এই ধরনের পোস্ট সরাতে যে নির্দেশ দেওয়া হবে, তা ঠিকমতো পালন করা হচ্ছে কি না সেটা প্রতি মাসে এক জন সচিব পর্যায়ের কর্তা খতিয়ে দেখবেন। এ জন্য সংশোধনীও ইতিমধ্যে সরকারের তরফ থেকে আনা হয়েছে।
পাশাপাশি ঠিক কী কারণে সংশ্লিষ্ট পোস্ট সরাতে বলা হচ্ছে, সেটাও স্পষ্ট করে নির্দেশিকায় উল্লেখ থাকতে হবে। বৈষ্ণব জানান, নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষা করার লক্ষ্যেই এই পদক্ষেপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)