আরও তীব্র হচ্ছে শুল্ক যুদ্ধ। গত বুধবার অন্যান্য দেশের বাড়তি শুল্ক স্থগিত রাখলেও, চিনের ক্ষেত্রে তা বাড়িয়ে ১২৫% করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি শুল্ক আরও বাড়িয়ে ১৪৫% করেন। এ বার পাল্টা হিসেবে আমেরিকার পণ্যে শুক্রবার শুল্ক ৮৪% থেকে বাড়িয়ে ১২৫% করল চিন। সেই সঙ্গে বাণিজ্য যুদ্ধের আবহে এই প্রথম মুখ খুলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানালেন, ‘‘শুল্ক যুদ্ধে কেউ জেতে না। বিশ্বের বিরুদ্ধে গেলে তা নিজেকেই একঘরে করে রাখার শামিল।’’ আমেরিকার ‘উৎপীড়নের’ মোকাবিলা করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জোট বেঁধে লড়ারও বার্তা দেন তিনি।
আজ চিন বলেছে, আমেরিকা যে হারে তাদের পণ্যে শুল্ক চাপিয়েছে, তাতে এমনিতেই দেশের সংস্থাগুলির পক্ষে বাণিজ্য চালানো সম্ভব নয়। ফলে এর পরে আরও শুল্ক বসলেও, তা অগ্রাহ্য করবে তারা। ট্রাম্প সেই সিদ্ধান্ত নিলে বিশ্ব অর্থনীতির ইতিহাসে তা ‘প্রহসন’ বলেই থেকে যাবে। পাশাপাশি, আলোচনার টেবিলে আসতে পরস্পরের প্রতি সম্মান বজায় রাখতে হবে, বার্তা বেজিং-এর। তবে তাদের দাবি, ওয়াশিংটন চিনের স্বার্থে আঘাত হানলে পাল্টা দিতে তৈরি দেশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)