বাজারে ‘নকল’ দার্জিলিং চায়ের বিক্রি আটকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিং ম্যাল-চৌরাস্তায় সরস মেলার উদ্বোধনে এসে তাঁর অভিযোগ, বদনাম হচ্ছে বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের। তার নাম করে খারাপ চা বিক্রি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আমেরিকা, ব্রিটেনে গিয়েছি। সেখানে বিমানবন্দরে দার্জিলিং চায়ের প্যাকেট দেখে খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকাল কিছু সমস্যা হচ্ছে। দার্জিলিং চায়ের নামে বাজে চা বাজারে ছাড়া হচ্ছে।’’ তাঁর সংযোজন, ‘‘পরিস্থিতি যা, তাতে দার্জিলিং চায়ের বদনাম করা হচ্ছে। এটা হতে দেব না। সরকারি ভাবে এ বিষয়টি বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছি।’’
প্রশাসন সূত্রের খবর, ২০১৭-এ ১০৪ দিন পাহাড়ে বন্ধের সময়ে দার্জিলিঙের চা বাগানগুলি বন্ধ ছিল। পরে খুললেও, তত দিনে নেপালের চা বাজারে ছড়িয়ে পড়ে। দেশে তা বিকোতে থাকে ‘দার্জিলিং চা’ বলে। অথচ তার গুণমান, স্বাদ অনেকটাই কম। কিন্তু দাম কম বলে দার্জিলিং চা নামে বিক্রি বাড়ছে। অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী নেপালের চা বা অসমের চা এনে তা সংমিশ্রণ করে দার্জিলিং চা বলে চালাচ্ছে। এ নিয়ে বিভিন্ন চা সংগঠন কেন্দ্র এবং রাজ্যের দ্বারস্থ হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)