মহাকুম্ভে মেগা মুনাফা। প্রয়াগরাজের পুণ্যতীর্থে ১৮ কোটি ঠান্ডা পানীয় বিক্রি করেছে কোকা কোলা। ফলে মাত্র দেড় মাসে ফুলেফেঁপে উঠেছে মার্কিন বহুজাতিক সংস্থাটির কোষাগার। গত আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ প্রান্তিকের ফলাফলে এ কথা উল্লেখ করেছে তারা। মহাকুম্ভে যে এত পরিমাণে ঠান্ডা পানীয় বিক্রি হবে, তার অবশ্য স্বপ্নেও আশা করেনি কোকা কোলা।
প্রয়াগরাজের পুণ্যতীর্থে হাজারের বেশি ‘রিফ্রেশমেন্ট জ়োন’-এ ছিল মার্কিন বহুজাতিক সংস্থাটির স্টল। কোকা কোলার দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১,৪০০টি মোবাইল স্টেশন তৈরি করে তারা। এ ছাড়া মেলাপ্রাঙ্গণে ছিল ১০০টি ‘কুলার ডোর ওয়াল’, যা রেকর্ড বলে দাবি করেছে সংস্থা। তাদের দাবি, কুম্ভের পুণ্যার্থীদের ২৭ শতাংশ কোকা কোলায় গলা ভিজিয়েছেন। এর আগে ভারতের কোনও অনুষ্ঠানে এত পরিমাণে ঠান্ডা পানীয় বিক্রি হয়নি।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছেন কোকা কোলা কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ‘‘১৪৪ বছর পর প্রয়াজরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৬৬ কোটি পুণ্যার্থীর পা পড়েছিল। এর ২৭ শতাংশ আমাদের ঠান্ডা পানীয় পছন্দ করেছেন। এটা অবশ্যই গর্ব করার মতো বিষয়।’’
পাশাপাশি, গত মার্চে শেষ হওয়া ২০২৪-’২৫ আর্থিক বছর নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই বহুজাতিক মার্কিন ঠান্ডা পানীয় সংস্থা। কোকা কোলার দাবি, গত অর্থবর্ষের শেষ তিন মাসে (পড়ুন জানুয়ারি থেকে মার্চ) এই পণ্যটির বিক্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হিসাবে মহাকুম্ভের কথা উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংস্থা।
উল্লেখ্য, এই সময়সীমার মধ্যে দেশ জুড়ে প্রায় সাড়ে তিন লক্ষ নতুন খুচরো বিক্রয়কেন্দ্র খুলতে সক্ষম হয়েছে কোকা কোলা। সংস্থার সিইও জেমস কুইন্সি বলেছেন, ‘‘বিশ্বব্যাপী এবং স্থানীয় ব্র্যান্ডের পোর্টফোলিয়ো জুড়ে আমাদের ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একে আমরা সাফল্য হিসাবেই দেখছি।’’
আরও পড়ুন:
চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী কোকা কোলার বিক্রি দু’শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারত-সহ এশিয়া প্যাসিফিক এলাকায় ঠান্ডা পানীয়টির বিক্রি বেড়েছে ছ’শতাংশ। তবে সংস্থাটির এখনও সেরা বাজার হল ভারত, চিন এবং ব্রাজিল।