বিপর্যয়ের হাত থেকে চা শিল্পকে বাঁচাতে কেন্দ্র ও রাজ্যের সাহায্য চেয়ে যৌথ বিবৃতি দিলেন ডুয়ার্সের চা বাগান মালিকেরা। রাজ্যের চা ডিরেক্টরেট থেকে কেন্দ্রের চা পর্ষদের দরজায় কড়া নাড়ছেন তাঁরা।
বাগান মালিকদের দাবি, শনি ও রবিবারের প্রাকৃতিক বিপর্যয়ে ছোট-বড় বহু বাগানের ক্ষতি হয়েছে। তাঁদের সংগঠন টাই-এর বক্তব্য, সরকারি সাহায্য ছাড়া চা শিল্প বাঁচানো সম্ভব নয়। মঙ্গলবার মিরিক থেকে ফিরে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘চা বাগানগুলির ক্ষতি হয়েছে। সেগুলিও দেখতে হবে।’’
টাই-এর শাখা সচিব সুমিত ঘোষ বলেন, ‘‘সরকারি সহায়তা না পেলে এই মরসুমে চা শিল্পের কোমর ভেঙে যাবে।’’ বাগান মালিকদের অন্য সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সম্পাদক শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ‘‘বাগানের কর্তারা জেলা প্রশাসনকে ক্ষতির হিসাব জানিয়েছেন।’’ ছোট চা চাষিদের সর্বভারতীয় সংগঠনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানাচ্ছেন, ‘‘বহু ছোট চা বাগানে যে পাতা তোলা ছিল, সব নষ্ট হয়ে গিয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)