— প্রতিনিধিত্বমূলক ছবি।
খাদ্যপণ্যের দাম এবং খুচরো মূল্যবৃদ্ধি যেখানে রয়েছে, তাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক যে সুদ কমাবে না বোঝা গিয়েছিল। তবু আগ্রহভরে অপেক্ষা করছিল বাজার। বৃহস্পতিবার আরবিআই জানায়, ফের রেপো রেট (যে সুদে ব্যাঙ্কগুলিকে ধার দেয় তারা) ৬.৫ শতাংশে অপরিবর্তিত থাকছে। এমনটা হবে জানা থাকলেও, এই ঘোষণার পরে কিছুটা হতাশা ঘিরে ধরে লগ্নিকারীদের। তাঁদের শেয়ার বিক্রির চোটে সেনসেক্স নামে ৫৮২ পয়েন্ট, নিফ্টি খোয়ায় ১৮০। গত বছরের ফেব্রুয়ারির পরে এই নিয়ে টানা ন’বার স্থির রইল রেপো।
বাজার হতাশ কারণ, সুদ কবে কমানো হতে পারে তার ইঙ্গিত দেয়নি আরবিআই। যদিও তাদের ঋণনীতি কমিটিতে থাকা দু’জন বাইরের সদস্য এ বারও তা ২৫ বেসিস পয়েন্ট কমানোর প্রস্তাব দিয়েছেন। অনেকের প্রশ্ন, প্রত্যেক বার আগের মাসের খুচরো মূল্যবৃদ্ধির হার ঘোষণার ক’দিন আগে কেন সুদ নির্ধারণ কমিটির বৈঠক হয়? এ বার যেমন জুলাইয়ের হার বেরোনোর কথা আজ। ইঙ্গিত, তা কিছুটা কমে থাকতে পারে। অথচ গত সপ্তাহেই বৈঠক হয়ে গিয়েছে।
সুদ নিয়ে অনিশ্চয়তা আছে বিশ্ব বাজারেও। সম্প্রতি ব্যাঙ্ক অব ইংল্যান্ড সুদ কমিয়েছে। কিন্তু ব্যাঙ্ক অব জাপান ১৭ বছরে এই প্রথম তা বাড়িয়েছে। প্রায় মন্দার কবলে পড়া অর্থনীতিকে সামাল দিতে আমেরিকার ফেডারাল রিজ়ার্ভ এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। আমেরিকার মন্দার কবলে পড়ার ইঙ্গিতে গত সোমবার বিশ্ব জুড়ে বাজারে ধস নামে। তাতে খাঁড়ার ঘা দিয়ে জাপানে সুদ বৃদ্ধি তাদের সূচক নিক্কেই-কে নামায় ১২.৪০%, যা ১৯৮৭-র পরে তার এক দিনে সর্বাধিক পতন। সেনসেক্স প্রায় ২২২২ পয়েন্ট পড়ে, নিফ্টি ৬৬২।
অনুমান, আমেরিকায় সুদ না কমা পর্যন্ত লেনদেনে অস্থিরতা থাকবে। ভারতে বাজারকে ধাক্কা দিতে পারে হিন্ডেনবার্গের নতুন অভিযোগ। যা নিয়ন্ত্রক সেবির কর্ণধার মাধবী পুরী বুচের বিরুদ্ধে সেবির কাজে ব্যক্তিগত স্বার্থের সংঘাতের। বুচ নাকি ব্যক্তিগত লগ্নির বহু তথ্য গোপন করেছেন। স্বার্থ জড়িত থাকায় শিথিলিতা দেখিয়েছেন আদানিদের বিরুদ্ধে তদন্তে।
এ দিকে, শরিক নির্ভর মোদী সরকারের চাপে থাকার ইঙ্গিত মিলেছে। সম্পত্তিতে দীর্ঘকালীন লাভকর নিয়ে বাজেটে ঘোষণা থেকে আংশিক পিছু হটেছে তারা। অর্থ বিলে সংশোধনী এনে বলা হয়েছে, পুরনো ও নতুন— দুই নিয়মের যেটিতে বেশি সুবিধা হবে, সেটি বেছে নিতে পারবেন করদাতা।। পুরনো নিয়মে জমি, বাড়ি ইত্যাদি সম্পত্তিতে দীর্ঘমেয়াদি লাভে মূল্যবৃদ্ধি সূচক প্রয়োগ করে অবশিষ্ট মুনাফায় কর ২০%। নতুন প্রস্তাবে মূল্যবৃদ্ধি বাদ যাবে না, কর ১২.৫%।
এ বার বিমার প্রিমিয়ামে জিএসটি কমানোর দাবি তুলেছে বিরোধীরা। নতুন কর কাঠামোয় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ছাড় নেই। বরং জিএসটি বসে ১৮%। এতে সমস্যায় পড়েন বিমাকারী বিশেষত প্রবীণেরা। অনেকেই তা চালাতে পারেন না।
শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স। ভারত জনসংখ্যায় বিশ্বের প্রথম এবং অর্থনীতিতে পঞ্চম বৃহত্তম হলেও, পদক জয়ের তালিকায় ৭১ নম্বরে। ধারণা, আর্থিক সম্পদ ও আয়ের বিরাট
বৈষম্য এর অন্যতম কারণ। বহু প্রতিভা
নষ্ট হয় রুটি-রুজির চিন্তায়। পদক জয়ে শীর্ষ ১০ দেশের (চিন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, জার্মানি, ইটালি) সাফল্যের চাবিকাঠি ভারতের থেকে উন্নত জীবনযাত্রার ন্যূনতম মান।
(মতামত ব্যক্তিগত)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy