Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cognizant

৬ হাজার কর্মী ছাঁটাই করতে পারে কগনিজেন্ট!

তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য অশনিসঙ্কেত! একবারে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই হতে পারে কগনিজেন্ট সংস্থায়। একটি সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটের ওই খবর অনুযায়ী, এই অর্থবর্ষে কগনিজেন্টের মোট কর্মী সংখ্যার প্রায় ২.৩ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে। প্রতি বার যে কর্মী ছাঁটাই হয়ে থাকে এ বার তার দ্বিগুণ হবে বলে ওই সূত্রটি জানিয়েছে।

কর্মী ছাঁটাই কগনিজেন্টে!

কর্মী ছাঁটাই কগনিজেন্টে!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৪:০৭
Share: Save:

তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য অশনিসঙ্কেত! একবারে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই হতে পারে কগনিজেন্ট সংস্থায়। একটি সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটের ওই খবর অনুযায়ী, এই অর্থবর্ষে কগনিজেন্টের মোট কর্মী সংখ্যার প্রায় ২.৩ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে। প্রতি বার যে কর্মী ছাঁটাই হয়ে থাকে এ বার তার দ্বিগুণ হবে বলে ওই সূত্রটি জানিয়েছে।

কেন এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে কগনিজেন্ট?

সূত্রের খবর, সমস্ত ক্ষেত্র দ্রুত ডিজিটাইজেশন হওয়ার জন্য বিরূপ প্রভাব পড়ছে আইটি সংস্থায়। তথ্যপ্রযুক্তির একেবারে বেসিক কাজে অনেকটাই স্বয়ংস্ক্রিয় হয়ে যাওয়ায় কর্মীদের কাজ কমছে। যদিও কগনিজেন্ট জানাচ্ছে, প্রতি বছর বার্ষিক পারফর্ম্যান্সের উপর নির্ভর করে নিয়ম অনুযায়ী এক শতাংশের মতো কর্মী ছাঁটাই করা হয়।

আরও পড়ুন- জিওকে রুখতে মিশে গেল আইডিয়া-ভোডাফোন

গত বছর ১-২ শতাংশ কর্মী ছাঁটাই হয়েছিল। ২০১৬-র ৩১ ডিসেম্বর অবধি গোটা বিশ্বে কগনিজেন্টের কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৬০ হাজার। যার মধ্যে ৭২ শতাংশই রয়েছে ভারতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cognizant Layoffs in Cognizant IT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE