Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

জীবন বিমার প্রিমিয়াম জমায় মিলবে আরও সময়

এলআইসি জানিয়েছে, যে সমস্ত গ্রাহকের পলিসি স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নবীকরণ করা যাবে, তাঁরা নেটেই তা করতে পারবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:৩৯
Share: Save:

করোনার সমস্যার জন্য প্রিমিয়াম জমার ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি ৩০ দিন সময় দেওয়ার কথা আগেই বলেছিল জীবন বিমা নিগম (এলআইসি)। শনিবার জানাল, মার্চ ও এপ্রিলে যাঁদের প্রিমিয়াম দেওয়ার কথা, তাঁরাও এই সুবিধা পাবেন।

এ দিন এলআইসি জানিয়েছে, যে সমস্ত গ্রাহকের পলিসি স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নবীকরণ করা যাবে, তাঁরা নেটেই তা করতে পারবেন। ডিজিটাল পদ্ধতিতে প্রিমিয়াম দিলে সার্ভিস চার্জ গুনতে হবে না। তা ছাড়া নেটে প্রিমিয়াম মেটাতে আগে থেকে নথিভুক্তি লাগবে না। এলআইসি পে-ডিরেক্ট অ্যাপের মাধ্যমেও প্রিমিয়াম মেটানো যাবে। আবার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের পাশাপাশি, বিভিন্ন পেমেন্ট অ্যাপের মাধ্যমেও মেটানো যাবে টাকা।

যে সব গ্রাহক ব্যাঙ্কের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে চান, তাঁরা আইডিবিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে তা দিতে পারবেন। ব্লক ভিত্তিক কমন সার্ভিস সেন্টারে গিয়েও নগদে প্রিমিয়াম দেওয়া যাবে।

এ দিকে, লকডাউনের জেরে ডাকঘরে গিয়ে ডাক জীবন বিমা (পিএলআই) ও গ্রামীণ ডাক জীবন বিমার (আরপিএলআই) প্রিমিয়ামও জমা দিতে পারছেন না অনেকে। সে কথা মাথায় রেখে ডাক বিভাগও প্রিমিয়াম জমার সময়সীমা বাড়িয়েছে। চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কল) গৌতম ভট্টাচার্য জানান, মার্চ, এপ্রিল ও মে মাসের প্রিমিয়াম ৩০ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে। গুনতে হবে না জরিমানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Covid-19 LIC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE