খাদ্যপণ্য নয়। দেশের পরিবারগুলি অর্ধেকেরও বেশি খরচ করছে স্বল্প ও দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য, পরিষেবার পিছনে। কিনছে মোবাইল, গাড়ি, রান্নাঘর ও বাড়ির সামগ্রী। শুক্রবার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের ওয়ার্কিং পেপার জানাচ্ছে, প্রতি মাসে মাথাপিছু খরচের হিসাবে শহর ও গ্রামাঞ্চল, উভয় জায়গাতেই দেখা গিয়েছে এই প্রবণতা। যা আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিফলন। পাশাপাশি, উন্নত প্রযুক্তিতে তৈরি পণ্যের হাত ধরে আগামী দিনে উৎপাদনশীলতা বাড়বে বলেও আশা পরিষদের।
কেন্দ্রের এই গবেষণাপত্র বলছে, ২০২১১-১২ সাল থেকে ২০২৩-২৪ সালে টাকার অঙ্কে সামগ্রিক ভাবেই খরচ বেড়েছে সব রাজ্যে। এমনকি কিছু রাজ্যের গ্রামগুলিতে এই ধরনের খরচ বৃদ্ধির হার শহরের থেকে বেশি। শুধু আর্থিক দিক সচ্ছলই নন, পিছিয়ে থাকা ৪০% পরিবারও পোশাক-জুতোর মতো পণ্য থেকে নজর সরিয়ে গাড়ি, ব্যক্তিগত পণ্য, রান্নাঘর ও বাড়ির জিনিস কিনতে টাকা খরচ করছেন বেশি। ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মোবাইল। আগামী দিনেও বাজারের সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং গাড়ি কিনতে ঋণের সুবিধা ইত্যাদিই এতে ইন্ধন জোগাবে বলে জানাচ্ছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)