Advertisement
২৩ এপ্রিল ২০২৪

উদ্বৃত্ত হলেই মন্দ? প্রশ্ন ক্যামেরনের

দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনও দেশের ঘাটতি হলে অপর পক্ষের উদ্বৃত্ত তো হবেই!

অতিথি: ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার কলকাতায়।

অতিথি: ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার কলকাতায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০৩:৫৮
Share: Save:

আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্য উদ্বৃত্তের অভিযোগ তুলে হামেশাই বেজিংকে বেঁধেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা, ভারতের মতো দেশগুলির বিরুদ্ধেও একই অভিযোগ তাঁর। কিন্তু বৃহস্পতিবার কলকাতায় দাঁড়িয়ে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রশ্ন, দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনও দেশের ঘাটতি হলে অপর পক্ষের উদ্বৃত্ত তো হবেই! তাঁর প্রশ্ন, যার সঙ্গে বাণিজ্য, সেই দেশের উদ্বৃত্ত মানেই অশনি সঙ্কেত, এ কথা কে বলল?

এ দিন বণিকসভা আইসিসি আয়োজিত সভায় সরাসরি ট্রাম্পের নাম করেননি ক্যামেরন। তবে মুক্ত বাণিজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে শুল্ক-যুদ্ধ নিয়ে এ ভাবেই বিঁধেছেন তাঁকে। তবে চিনের রক্ষণশীলতার বিষয়ে ট্রাম্পকে কিছুটা সমর্থন করেছেন ক্যামেরন। কিন্তু তবু তাঁর আশঙ্কা, শুধুমাত্র সেই যুক্তিতে তৈরি মার্কিন শুল্ক নীতি দীর্ঘ মেয়াদে বিশ্ব বাণিজ্যে বিপর্যয় ডেকে আনতে পারে। ক্ষতি হতে পারে অর্থনীতির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

David Cameron Surplus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE