Advertisement
১১ মে ২০২৪

জেট এয়ার কিনতে বাড়ল সময়

জুলাইয়ের শেষে জেটের সম্পদ বিক্রি করতে দরপত্র চান সংস্থাটির ঋণদাতা নিযুক্ত রেজ়লিউশন প্রফেশনাল আশিস ছাছারিয়া।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০০:১৯
Share: Save:

দেউলিয়া আইনে জেট এয়ারওয়েজের সম্পত্তি কেনার জন্য দরপত্র দেওয়ার সময় আরও এক সপ্তাহ বাড়ল। শনিবার সেই মেয়াদ শেষের কথা ছিল। এখনও পর্যন্ত চার সংস্থা উৎসাহ দেখিয়েছে বলে খবর। ঋণদাতারা জানিয়েছে, নিলামে অংশ নিতে আগ্রহী সংস্থাগুলি এ জন্য আরও সময় চেয়েছিল। তাই তা ১০ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্যাঙ্কগুলির দাবি, দেউলিয়া আইন ভালভাবে কার্যকর করা ও সম্পত্তি বিক্রি করে ভাল দাম পেতেই এই সিদ্ধান্ত।

জুলাইয়ের শেষে জেটের সম্পদ বিক্রি করতে দরপত্র চান সংস্থাটির ঋণদাতা নিযুক্ত রেজ়লিউশন প্রফেশনাল আশিস ছাছারিয়া। ওই সব ঋণদাতার জোটের হাতেই রয়েছে পরিষেবা বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থাটির সিংহভাগ মালিকানা।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে জেট এয়ারকে ১০ কোটি টাকা অন্তর্বর্তী মূলধন জোগাতে সায় দিয়েছে স্টেট ব্যাঙ্ক। অন্যান্য ব্যাঙ্কও সেই পথে হাঁটছে বলে খবর। এর আগে ২৩ জুলাই কর্মীদের অন্তত কিছুটা বেতন নিশ্চিত করার জন্য ঋণদাতাদের সঙ্গে কথা বলতে ছাছারিয়াকে নির্দেশ দিয়েছিল জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jet Airways Bankruptcy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE