Advertisement
E-Paper

ফোন নম্বর বদল নিয়ে বিতর্ক

পরিকাঠামো (পয়েন্ট অব ইন্টারকানেকশন্স বা পিওআই) জোগানো নিয়ে বিতর্কের পরে ফের নতুন যুদ্ধ। এ বার রিলায়্যান্স-জিওর অভিযোগ, তাদের পরিষেবা নেওয়ার জন্য অভিন্ন মোবাইল নম্বর ব্যবহারের (এমএনপি) সুবিধা পেতে বাধা দিচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৭

পরিকাঠামো (পয়েন্ট অব ইন্টারকানেকশন্স বা পিওআই) জোগানো নিয়ে বিতর্কের পরে ফের নতুন যুদ্ধ। এ বার রিলায়্যান্স-জিওর অভিযোগ, তাদের পরিষেবা নেওয়ার জন্য অভিন্ন মোবাইল নম্বর ব্যবহারের (এমএনপি) সুবিধা পেতে বাধা দিচ্ছে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া। এ নিয়ে ট্রাই চেয়ারম্যান আর এস শর্মাকে চিঠি দিয়েছে জিও।

ভোডাফোনের অবশ্য দাবি, পিওআই-এর মতো এই বিষয়টিরও সমাধান হয়েছে। তারা এমএনপি করতে সায় দিয়েছে। অন্য সংস্থাগুলি অবশ্য কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এ দিকে, পিওআই নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর সিএমডি অনুপম শ্রীবাস্তব বলেন, ‘‘সাধারণত কোনও নতুন সংস্থা বাজারে এলে এই সমস্যা হয়। তারপর ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।’’ পাশাপাশি তিনি জানান, প্রয়োজনীয় সংখ্যক পিওআই তাঁরা জিও-কে দিয়েছেন। প্রয়োজন হলে তা আরও বাড়বে। তাঁর দাবি, জিও তার গ্রাহকদের ফোনের মাসুল না নিলেও সেখানে থেকে বিএসএনএল-এর নেটওয়ার্কে ফোন এলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ‘ইন্টারকানেক্টিভিটি চার্জ’ বাবদ ১৪ পয়সা করে পাবে। ফলে তাতে বাণিজ্যিক ভাবে লাভবান হবে বিএসএনএল।

Phone number
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy