Advertisement
১৭ মে ২০২৪

ঋণ খেলাপের সমস্যা মেটার পথে: অরুন্ধতী

ঋণ খেলাপের নাছোড় সমস্যা ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই। কিন্তু তা বলে পরিস্থিতি একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো নয়। আগামী দিনে সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলেই আশা প্রকাশ করলেন স্টেট ব্যাঙ্কের কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য।

সংবাদ সংস্থা
ইয়োকোহামা শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:৩২
Share: Save:

ঋণ খেলাপের নাছোড় সমস্যা ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই। কিন্তু তা বলে পরিস্থিতি একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো নয়। আগামী দিনে সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলেই আশা প্রকাশ করলেন স্টেট ব্যাঙ্কের কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য।

শনিবার ইয়োকোহামার এক আলোচনাসভায় দেশের বৃহত্তম ব্যাঙ্কের সিএমডি বলেন, যে-সব সংস্থা ধার শোধ করতে পারেনি, তাদের ব্যবসা এখনও গুটিয়ে যায়নি। কিন্তু সুদ গোনার মতো টাকা হাতে না-থাকায় এত দিন ঋণ শোধ করতে পারেনি তারা। তাই ব্যবসার হাল ফিরলে তখন তা শোধ দিতে সংস্থাগুলির আর অসুবিধা হবে না বলে মনে করেন তিনি। আজ অনেক দিন ধরেই ঋণ খেলাপের সমস্যায় ধুঁকছে দেশের ব্যাঙ্কিং শিল্প। ৯ থেকে ১২ লক্ষ কোটি টাকার অনুৎপাদক সম্পদের বোঝা চেপে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঘাড়ে। এই সমস্যার সমাধান খুঁজতে অবশেষে রিজার্ভ ব্যাঙ্কের ক্ষমতা বাড়িয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arundhati Bhattacharya SBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE