Advertisement
E-Paper

গত চার বছরে ভারতে ব্যবসা করাটা অনেক বেশি সহজ হয়েছে, বলছে বিশ্ব ব্যাঙ্ক

কোন দেশে কত সহজে ব্যবসা করা যায়, সেই সূচকের নিরিখে এই মুহূর্তে বিশ্বের ১৯০টি দেশের তালিকায় ভারত উঠে এসেছে ৭৭ নম্বরে। ২০১৪ সালে এই তালিকায় ভারত ছিল ১৪২ নম্বরে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ২১:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গত চার বছরে ভারতে ব্যবসা করাটা অনেক সহজ হয়েছে। আর তা আরও বেশি সহজ হয়েছে গত দু’বছরে। কোন দেশে কত সহজে ব্যবসা করা যায়, সেই সূচকের নিরিখে এই মুহূর্তে বিশ্বের ১৯০টি দেশের তালিকায় ভারত উঠে এসেছে ৭৭ নম্বরে। ২০১৪ সালে এই তালিকায় ভারত ছিল ১৪২ নম্বরে। সবচেয়ে সহজে ব্যবসা করা যায় নিউজিল্যান্ডে। তার পরেই রয়েছে সিঙ্গাপুর, ডেনমার্ক ও হংকং-এর নাম। তালিকায় আমেরিকা ও চিনের নাম রয়েছে যথাক্রমে আট এবং ৪৬ নম্বরে। ভারতের প্রতিবেশী পাকিস্তান রয়েছে ১৩৬ নম্বরে।

বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক ‘ডুয়িং বিজনেস রিপোর্ট (ডিবিআর, ২০১৯) এই তথ্য দিয়েছে। রিপোর্টটি বুধবার দিল্লিতে প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিপোর্টের ফলে ভারতে আগামী দিনে বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে।

তালিকায় ভারত ২০১৫-য় উঠে আসে ১৩০ নম্বরে। তার দু’বছর পর, ২০১৭-য় ভারত এই তালিকায় উঠে এসেছিল ১০০ নম্বরে। ২০১৬-য় ছিল ১৩০ নম্বরে।

আরও পড়ুন- ইস্তফা দিচ্ছেন গভর্নর উর্জিত? কেন্দ্র-আরবিআই সংঘাতে জল্পনা তুঙ্গে​

আরও পড়ুন- বেতন কমিশনের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দিল রাজ্য, ক্ষুব্ধ তৃণমূলের সংগঠনও​

বিশ্ব ব্যাঙ্কের এই রিপোর্ট দেখাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর সহজে ব্যবসা করার সূচকের নিরিখে ওই তালিকায় ভারত পিছন থেকে ৬৫টি স্থান টপকে সামনে এগিয়ে এসেছে। গত দু’বছরে আরও ৫৩টি দেশকে পিছনে ফেলে এগিয়ে এল আরও সামনে। আর গত বছরের তুলনায় ভারত পিছনে ফেলে দিয়েছে আরও ২৩টি দেশকে। ওই রিপোর্ট এটাও দেখাচ্ছে, মোদী সরকারের জমানা শুরু হতেই ভারতে ব্যবসা করাটা উত্তরোত্তর সহজ হয়ে গিয়েছে, সহজ হয়ে চলেছে। আর সেটা সবচেয়ে বেশি সহজ হয়েছে নির্মাণ ও সীমান্ত বাণিজ্যে।

বিশ্বের ১৯০টি দেশের অর্থনীতির অন্তত দশটি মানদণ্ডের নিরিখে ওই রিপোর্ট তৈরি করেছে বিশ্ব ব্যাঙ্ক।

World Bank Ease of Doing Business Index Narendra Modi বিশ্ব ব্যাঙ্ক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy