বিদেশি মুদ্রা আইন (ফেমা) ভঙ্গের অভিযোগে ওয়ালমার্ট পরিচালিত ফ্লিপকার্টকে নোটিস পাঠিয়েছিল ইডি। সূত্রের খবর, ভুল স্বীকার করে এবং জরিমানা দিয়ে তদন্তে ইতি টানার জন্য সম্প্রতি ই-কমার্স সংস্থাটিকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ফেমায় সেই সুযোগ রয়েছে। ফ্লিপকার্ট এবং ইডি অবশ্য এই সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দেয়নি। অ্যামাজ়নের বিরুদ্ধেও একই ধরনের তদন্ত চালাচ্ছে ইডি। অতীতে বাজার দখলের উদ্দেশ্যে বিপুল ছাড়ে পণ্য বিক্রির অভিযোগে বিদেশি মুদ্রা আইনে একাধিক বার ফ্লিপকার্টকে নোটিস পাঠিয়েছিল তারা। গত এপ্রিলে শেষ বার তা পাঠানো হয়। বিদেশি সংস্থা পরিচালিত একটি ই-কমার্স সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রের দাবি, ভারত-আমেরিকার বাণিজ্য আলোচনার আবহের কারণেই তাদের উপরে চাপ বাড়ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)