ভারতের বাজারে পা রাখার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ব্যাটারিচালিত গাড়ির সংস্থা ‘টেসলা’। সেই লক্ষ্যে মুম্বইয়ের কুর্লা-পশ্চিম এলাকার লোঢ়া লজিস্টিক পার্কে একটি গুদাম ভাড়া নিয়েছে তারা। সূত্রের খবর, সংশ্লিষ্ট গুদামটি ব্যবহারের জন্য পাঁচ বছরের চুক্তিও সেরে ফেলেছে ‘টেসলা ইন্ডিয়া মোটর অ্যান্ড এনার্জি’। এর জন্য ভাড়া বাবদ মাস্কের সংস্থা প্রায় ২৪ কোটি টাকা দেবে বলে জানা গিয়েছে।
গত কয়েক বছর ধরেই ভারতের বাজারকে পাখির চোখ করেছে এই বহুজাতিক মার্কিন বৈদ্যুতিন গাড়ির সংস্থা। ইতিমধ্যেই এ দেশে চারটি কার্যালয় খুলেছে ‘টেসলা ইন্ডিয়া’। সেগুলি পুণে, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের বান্দ্রা-কুরেলা কমপ্লেক্সে অবস্থিত। পুণের কার্যালয়টি মাস্কের কোম্পানির ভারতীয় শাখার ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে চলেছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর অফিসটিতে হবে রেজিস্ট্রেশনের কাজ। মুম্বইয়ের বান্দ্রা কুরেলা কমপ্লেক্সের ৩০ আসন বিশিষ্ট কার্যালয়টি এক বছরের জন্য লিজ় নিয়েছিলেন তারা।
ম্যাক্রোটেক ডেভলপার্স নির্মিত মুম্বইয়ের কুর্লা-পশ্চিম এলাকার লোঢ়া লজিস্টিক পার্কের গুদামটি ‘টেসলা’র কার্যালয়গুলির তালিকায় সর্বশেষ সংযোজন। গুদামটির আয়তন ২৪ হাজার ৫০০ বর্গফুট বলে জানা গিয়েছে। চলতি বছরের মে মাসে এটি ব্যবহারের জন্য পাঁচ বছরের জন্য নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি করে মাস্কের সংস্থা। চুক্তিতে ৩৭.৫৩ লক্ষ টাকা মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে।
রিয়্যাল এস্টেট অ্যানালিটিক্স ফার্ম সিআরই ম্যাট্রিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের ২০ এপ্রিল থেকে ওই গুদাম ব্যবহারের অনুমতি পেয়েছে ‘টেসলা’। প্রথম এক মাস ১০ দিন কোনও ভাড়া দিতে হবে না তাঁদের। ১ জুন থেকে মাস্কের সংস্থার উপর ধার্য হবে ভাড়া। চুক্তি অনুযায়ী, বার্ষিক পাঁচ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া কমন এরিয়া রক্ষণাবেক্ষণের চার্জ প্রতি বর্গফুটে ১০ টাকা করে দিতে হবে মাস্কের সংস্থাকে।
‘টেসলা’ ভারতে অতি দ্রুত বৈদ্যুতিন গাড়ি নির্মাণ শুরু করবে বলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়ে পড়েছে। যদিও তাতে জল ঢেলে দিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। গত ২ জুন এই নিয়ে বিবৃতি দিতে গিয়ে তিনি বলেন, ‘‘গাড়ি তৈরি নয়, বরং ভারতে তা বিক্রি করতে আগ্রহী টেসলা।’’ এই আবহে মাস্কের সংস্থার বিরাট গুদাম ভাড়া নেওয়ার ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।