কেন্দ্র জানিয়েছিল, ১ অগস্ট প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যার লক্ষ্য, দেশে কর্মসংস্থান বাড়ানো। তবে পূর্ব ঘোষণা সত্ত্বেও ওই দিন উদ্বোধন হয়নি। শ্রম মন্ত্রক বলেছে, প্রশাসনিক কারণে তা সম্ভব হয়নি। তবে এর প্রচার শুরু হয়েছে পুরোদমে। কর্মী পিএফ সংস্থা (ইপিএফও) সারা দেশে প্রকল্পটি কার্যকর করার জন্য নোডাল এজেন্সি নির্বাচিত হয়েছে, জানান সংস্থাটির অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনার বি লালজামাং।
প্রকল্পটি নিয়ে প্রচারে নেমে সম্প্রতি রাজ্যে আসে ইপিএফও। সেখানেই কর্মী সংগঠন এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে এর ব্যাখ্যা দেন পিএফ কর্তৃপক্ষ। আঞ্চলিক পিএফ কমিশনার-১ অভিজিৎ কুণ্ডু জানান, নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রকল্প অনুযায়ী, নিয়োগকারী কর্মী পিছু মাসে ৩০০০ টাকা করে পাবেন। সাধারণ সংস্থায় মিলবে দু’বছর ধরে, উৎপাদনভিত্তিক সংস্থায় চার বছর। নিযুক্ত কর্মী পাবেন এককালীন ১৫,০০০ টাকা। ছ’মাস অন্তর দু’টি কিস্তিতে তা মিলবে। কেন্দ্র জানিয়েছিল, ঠিক যে ভাবে দেশে উৎপাদন বাড়াতে উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প আনা হয়েছে, সেই ধাঁচেই কর্মসংস্থান বৃদ্ধির এই ব্যবস্থা। রোজগার যোজনায় লক্ষ্য, আগামী তিন বছরে ৩.৫ কোটি কর্মী নিয়োগ। নিয়োগে উৎসাহ দিতেই নিযুক্ত কর্মী এবং নিয়োগকারী, দু’পক্ষকেই আর্থিক সুবিধা দেওয়া হবে। এ জন্য সরকার ১ লক্ষ কোটি টাকার তহবিল গড়েছে। এ দিকে, পিএফ অছি পরিষদের সদস্য এস পি তিওয়ারি জানান, নির্মাণ-সহ বহু অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পিএফে আওতায় আনা নিয়ে কথা চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)