মুম্বইয়ে অনিল অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় আজও তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টানা তিন দিন। সূত্রের খবর, একাধিক জায়গা থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি এবং কম্পিউটার বাজেয়াপ্ত করেছে তারা।
ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ৩০০০ কোটি টাকার ঋণ তছরুপের অভিযোগ উঠেছে অনিলের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। যার কেন্দ্রে মূলত আর কম এবং রিলায়্যান্স হোম ফিনান্সের ১০ বছরের বেশি পুরনো লেনদেন। অভিযোগ, কোটি কোটি টাকা বেআইনি ভাবে অন্য সংস্থায় সরানো হয়েছে। বেআইনি লেনদেন প্রতিরোধ আইনে তারই তদন্তে নেমে ইডি-র এই হানা।
বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে অনিলের গোষ্ঠীভুক্ত বিভিন্ন সংস্থা এবং তাঁর সঙ্গে যোগ আছে এমন আরও কিছু মিলিয়ে মোট ৫০টি সংস্থার ৩৫টিরও বেশি দফতরে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। অনিলের সংস্থার ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইয়েস ব্যাঙ্কের প্রোমোটারদের একাংশও ওই সব বেআইনি আর্থিক লেনদেনে জড়িত বলে অভিযোগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)