E-Paper

আলোচনায় সমস্যা না মিটলে আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপাতে তৈরি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ইইউ-র একাধিক প্রতিনিধির বক্তব্য, আলোচনায় সমাধানসূত্র মিললে ভাল। না হলে তাদেরও আমেরিকার পণ্যের উপরে পাল্টা শুল্ক বাড়ানোর পথে হাঁটতে হতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ০৯:১৫
পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি ইহরোপীয় ইউনিয়নের।

পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি ইহরোপীয় ইউনিয়নের। —প্রতীকী চিত্র।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকোর পণ্যে ৩০% আমদানি শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই ভূখণ্ডই ওয়াশিংটনের অন্যতম বৃহৎ বাণিজ্য সহযোগী। ইইউ গতকাল মন্তব্য করেছিল, এটি তাদের চাপে রাখার জন্য ট্রাম্পের কৌশল হয়ে থাকতে পারে। আলোচনার রাস্তা এখনও খোলা আছে। আর আজ তাদের কণ্ঠস্বর আরও কিছুটা কঠোর। এখনই পাল্টা শুল্ক ঘোষণা না করলেও ইইউ-র একাধিক প্রতিনিধির বক্তব্য, আলোচনায় সমাধানসূত্র মিললে ভাল। না হলে তাদেরও আমেরিকার পণ্যের উপরে পাল্টা শুল্ক বাড়ানোর পথে হাঁটতে হতে পারে। ইইউ অঞ্চলের সংস্থাগুলির স্বার্থই তাদের কাছে অগ্রাধিকার। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গত দু’দিনের ঘটনায় দু’পক্ষের বাণিজ্যিক সম্পর্কের জটিলতা বাড়ল।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এক বিবৃতি জারি করে বলেছেন, ‘‘আমাদের রাষ্ট্রগোষ্ঠী আলোচনা এবং গঠনমূলক বোঝাপড়ায় বিশ্বাসী। একই সঙ্গে ইইউ-র নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তৈরি থাকতে হবে। তার মধ্যে পাল্টা পদক্ষেপও থাকতে পারে।’’ কাল ইইউ-র সমস্ত সদস্য দেশের অর্থমন্ত্রীদের বৈঠকে বসবেন। আমেরিকা এবং চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করার কথা তাঁদের। প্রায় লিয়েনের বক্তব্যেরই প্রতিধ্বনি করছেন ইইউ-র বাকি নেতৃত্ব। তাঁরা ১ অগস্টের পরেও প্রয়োজনে আমেরিকার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর মতে, ইউরোপীয় ঐক্যের সঙ্গেই ইউরোপীয় স্বার্থ দৃঢ় ভাবে রক্ষা করতে হবে কমিশনকে।

ইঙ্গিতের মোড়কের বাইরে বার হয়ে সরাসরি আমেরিকার উপরে পাল্টা শুল্ক চাপানোর ডাক দিয়েছেন ইউরোপের বৃহত্তম আর্থিক শক্তি জার্মানির অর্থমন্ত্রী লারস ক্লিংবেল। তাঁর কথায়, ‘‘যদি আলোচনা সফল না হয়, তা হলে ইউরোপের সংস্থা এবং কর্মসংস্থান রক্ষা করার জন্য চূড়ান্ত পদক্ষেপ করতে হবে। আমরা হাত বাড়িয়েই রেখেছি। কিন্তু তা বলে সব কিছু মেনে নেওয়া সম্ভব হবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tariff War US Tariff

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy