Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Export

জুলাইয়েও ধাক্কা রফতানিতে

বিশ্ব বাজারে চাহিদা না-থাকাই রফতানি কমার অন্যতম কারণ। আবার দেশে চাহিদা কমায় গত মাসে আমদানি ২৮.৪% কমে হয়েছে ২৮৪৭ কোটি

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ০৪:১৫
Share: Save:

গত বছরের চেয়ে এ বছর জুলাইয়ে ১০.২১% কমল ভারতের রফতানি। হল ২৩৬৪ কোটি ডলার। তবে তা চার মাসে সর্বাধিক। বিশ্ব বাজারে চাহিদা না-থাকাই রফতানি কমার অন্যতম কারণ। আবার দেশে চাহিদা কমায় গত মাসে আমদানি ২৮.৪% কমে হয়েছে ২৮৪৭ কোটি। বাণিজ্য ঘাটতি হয়েছে ৪৮৩ কোটিতে। গত বছরের চেয়ে ১৩৪৩ কোটির চেয়ে অনেকটা কম। উল্লেখ্য, এপ্রিল, মে ও জুনে রফতানি কমেছিল যথাক্রমে ৬০.২৮%, ৩৬.৪৭% ও ১২.৪১%। ধীরে হলেও অবস্থা ফিরছে বলে মত রফতানিকারীদের সংগঠন ফিয়োর।

এ দিকে, আজ এক সভায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের হুঁশিয়ারি, কোনও দেশ ভারতের পণ্যে বিধিনিষেধ চাপালে কেন্দ্র সেই পথে হাঁটতে পিছপা হবে না। আবার মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগে এ দেশে নিম্নমানের পণ্য রফতানি করলেও ব্যবস্থা নেওয়া হবে। রফতানির চাকায় গতি আনতে শিল্পকে সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে বলেছেন ছোট শিল্পমন্ত্রী নিতিন গডকড়ী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Export India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE