বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা প্রবল। তাই দেশের আর্থিক কর্মকাণ্ডকে সচল রাখতে হলে ঘরোয়া বাজারে চাহিদা বাড়ানোয় জোর দিতে হবে, জানাল উপদেষ্টা সংস্থা ইওয়াই-এর রিপোর্ট। ইওয়াই ইন্ডিয়ার মুখ্য নীতি উপদেষ্টা তথা ষোড়শ অর্থ কমিশনের পরামর্শদাতা পরিষদের সদস্য ডি কে শ্রীবাস্তবের বক্তব্য, এর জন্য দু’টি কৌশল নিতে পারে মোদী সরকার। এক, বাজেটে মূলধনী খাতে অন্তত ২০% বরাদ্দ বৃদ্ধি। দুই, করের হার কমিয়ে এবং ছাড় দিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো। বিশেষত শহরাঞ্চলে। যাতে কেনাকাটার জন্য তাঁদের হাতে বাড়তি টাকা থাকে। আর এই চাহিদা বৃদ্ধি উৎসাহিত করে উৎপাদন ক্ষেত্রকে।
গত অর্থবর্ষে দেশের জিডিপি বেড়েছিল ৮.২%। তবে সে বছরের শেষ ত্রৈমাসিক (২০২৪-এর জানুয়ারি-মার্চ) থেকেই তা নিম্নমুখী। গত জুলাই-সেপ্টেম্বরে নেমেছে ৫.৪ শতাংশে। বিভিন্ন মূল্যায়ন সংস্থা তো বটেই, রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রের পরিসংখ্যান দফতরও চলতি অর্থবর্ষের পূর্বাভাস কমিয়েছে। শ্রীবাস্তবের বার্তা, বৃদ্ধির হারকে ঠেলে তুলতে বাজেটে সরকারের মূলধনী খরচ বাড়াতে হবে। আয়কর খাতে খরচ কমাতে হবে মধ্যবিত্ত মানুষের। আর্থিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শহরের মধ্যবিত্ত শ্রেণি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)