জিএসটি-র কর কাঠামোয় বদলের আগে তামাক, সিগারেট, পানমশলায় যে সেস চাপত, সেই একই করের বোঝা ধরে রাখতে সংসদে দু’টি বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সিগারেটে অতিরিক্ত সেস বসাতে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক আইনে সংশোধনী বিল আনা হয়েছে। বাকি ক্ষেত্রের জন্য ‘স্বাস্থ্য সুরক্ষা থেকে জাতীয় সুরক্ষা পর্যন্ত বিল’ পেশ হয়েছে।
আজ বিলের বিরোধিতা করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, এ বাবদ আয় কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে ভাগ করবে না। এত দিন জিএসটি অতিরিক্ত সেস থেকে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ মেটানো হত। তা তুলেই কেন্দ্র নতুন সেস বসাচ্ছে। সৌগতের বক্তব্য, তামাক, পানমশলা ক্ষতিকারক পণ্য হলেও বিলে সেটা বলা নেই। স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে জাতীয় সুরক্ষার প্রশ্ন জোড়া নিয়েও আপত্তি তোলেন।
এ দিকে, চলতি অর্থবর্ষে বাড়তি ৪১,৪৫৫ কোটি টাকা খরচের জন্য লোকসভায় আর্জি জানাল অর্থ মন্ত্রক। এর মধ্যে ১৮,০০০ কোটির বেশি যাবে সারে ভর্তুকি দিতে। প্রায় ৯৫০০ কোটি তেল সংস্থাগুলির ক্ষতি মেটাতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)