Advertisement
১৮ মে ২০২৪

সরকারি পরিকাঠামো প্রকল্প দেশি ইস্পাতেই

সস্তার ইস্পাত আমদানি ঠেকাতে এ বার বাড়তি তৎপর কেন্দ্র। বিভিন্ন সরকারি পরিকাঠামো প্রকল্প গড়তে দেশি সংস্থার তৈরি ইস্পাত ব্যবহার বাধ্যতা -মূলক হতে চলেছে। ইস্পাত মন্ত্রক সূত্রে এই ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তারা এ মাসেই প্রস্তাবটি পেশ করবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:২৭
Share: Save:

সস্তার ইস্পাত আমদানি ঠেকাতে এ বার বাড়তি তৎপর কেন্দ্র। বিভিন্ন সরকারি পরিকাঠামো প্রকল্প গড়তে দেশি সংস্থার তৈরি ইস্পাত ব্যবহার বাধ্যতা -মূলক হতে চলেছে। ইস্পাত মন্ত্রক সূত্রে এই ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তারা এ মাসেই প্রস্তাবটি পেশ করবে। এর লক্ষ্য দেশি সংস্থাগুলির তৈরি ইস্পাতের চাহিদা বাড়িয়ে আমদানি করা সস্তার ইস্পাতের ব্যবহারে রাশ টানা। এ নিয়ে ক্যাবিনেট বিবৃতির খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ইস্পাতমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ।

কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে জাতীয় ইস্পাত নীতি, ২০১৭ তৈরির জন্যও সায় চাইবে মন্ত্রক। ওই নীতিতে দেশি ইস্পাতের উৎপাদন ও চাহিদা দ্বিগুণ করার প্রস্তাব থাকবে। কাঁচামালের চড়া দাম ও অন্যান্য আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসার পথও বাতলাবে ওই নীতি। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, মূলত চিন থেকে সস্তার ইস্পাত আমদানি ঠেকাতেই এই উদ্যোগ। মন্ত্রী জানান, কোনও ধরনের ইস্পাত দেশে অমিল হলে তা আমদানি করা যাবে।

সরকারি প্রকল্পে দেশে তৈরি ইস্পাত ব্যবহার বাধ্যতামূলক হলে চাহিদা বাড়বে বলে আশাবাদী সিংহ। তিনি বলেন, ‘‘বিশেষ করে রেলের মতো ক্ষেত্র, যেখানে ইস্পাতের ব্যবহার বেশি, সেখানে অগ্রাধিকার পাওয়া উচিত দেশি ইস্পাতেরই। সে ক্ষেত্রে ইস্পাত কিনতে টেন্ডার ডাকার সময়েই তা উল্লেখ করে দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steel Government Infrastructure
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE