সোনা ব্যবসায়ীদের স্বার্থে এ বার এই শিল্পের জন্য নীতি তৈরি করবে কেন্দ্র। শুক্রবার এই প্রতিশ্রুতি দিলেন বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। বললেন, সমস্যাগুলি খতিয়ে দেখে তার সমাধানে অভ্যন্তরীণ স্বর্ণ পরিষদ গঠনের পরিকল্পনার কথা।
একই সঙ্গে মন্ত্রীর বার্তা, পদক্ষেপ করা হবে স্বর্ণ ব্যবসায়ীদের কার্যকরী তহবিলের সমস্যা মেটাতেও। প্রভু জানান, ‘‘ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই শুরু হবে নীতি ও পরিষদ তৈরির কাজও।’’ তাঁর আরও দাবি, সোনা আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে ৪% করার আর্জিও বিবেচনা করে দেখছে কেন্দ্র।
নোটবন্দির পরে কালো টাকা রোখার যুক্তিতে সোনা ও গয়না কেনাবেচায় বেশ কিছু বিধিনিযেধ চাপিয়েছে কেন্দ্র। শিল্পের অভিযোগ, এতে কমেছে বিক্রি। তার উপর নীরব মোদী কাণ্ড সামনে আসার পরে ঋণ পেতে কালঘাম ছুটছে বলে অভিযোগ তুলছেন বহু সোনা ব্যবসায়ী।