বিশ্ব জুড়ে অনিশ্চয়তার মধ্যেই রাজনীতি এখন উত্তরোত্তর অর্থনীতিকে (অর্থনীতির নিয়ম বা যুক্তিকে) ঠেলে সরিয়ে দিচ্ছে— সম্প্রতি আইআইএম-কলকাতায় এসে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা দেন, এই কারণেই কোনও এক দেশের উপরে নির্ভর না করে চাহিদা মেটাতে ভারতকে পণ্য কেনার জন্য বিভিন্ন উৎস খুঁজতে হবে।
সংশ্লিষ্ট মহলের দাবি, জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের নাম নেননি। তবে অর্থনৈতিক সিদ্ধান্ত রাজনীতি দ্বারা পরিচালিত হওয়ার অবাঞ্ছিত আবহ প্রকাশে যে শব্দ চয়ন করেছেন, তাতে অভিযোগের তির আমেরিকার প্রেসিডেন্টের দিকেই। তার পরে এটাও জানান, বিশ্ব অর্থনীতি পরিচালনার কাঠামো তৈরির পিছনে আমেরিকার অবদান রয়েছে। অথচ তারাই সেই পথ থেকে সরে এক একটি দেশের সঙ্গে আলাদা করে আলোচনা করছে। ঠিক যে ভাবে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে এসেছে চিন। ফলে অন্যান্য দেশ দ্বিধাগ্রস্ত সরাসরি প্রতিযোগিতা নাকি আপস, কোন পথে হাঁটা উচিত। আইআইএম-কলকাতায় জয়শঙ্করকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়। তিনি মনে করান, ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ হতে স্বনির্ভর হচ্ছে ভারত। লক্ষ্য, উৎপাদন কেন্দ্র হওয়া। সে জন্য প্রযুক্তিতেও জোর দেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)