Advertisement
২৫ এপ্রিল ২০২৪
manmohan singh

Manmohan Singh: সামনের রাস্তা আরও বেশি ভয়ানক: মনমোহন

১৯৯১ সালে তিনি অর্থমন্ত্রী থাকাকালীন উদারিকরণের এই পদক্ষেপ মারফত কংগ্রেসই ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা করেছিল।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ফাইল চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ০৮:০৮
Share: Save:

আর্থিক উদারিকরণের ৩০ বছর পূর্তির দিনে প্রতিটি নাগরিকের সম্মানজনক জীবন নিশ্চিত করতে দেশকে তাঁদের অগ্রাধিকারগুলি খতিয়ে দেখার পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দাবি করলেন, ১৯৯১ সালে তিনি অর্থমন্ত্রী থাকাকালীন উদারিকরণের এই পদক্ষেপ মারফত কংগ্রেসই ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা করেছিল। যা গত তিন দশক ধরে দেশকে আর্থিক নীতি তৈরির পথ গড়ে দিয়েছে। একের পর এক সরকার সেই পথ অনুসরণ করেছে বলেই ভারত আজ ৩ লক্ষ কোটি ডলারের অর্থনীতি এবং বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির দলে শামিল। তবে শুক্রবার মনমোহনের বিবৃতিতে উঠে এসেছে আশঙ্কাও, ‘‘এটা আনন্দের সময় নয়, বরং অন্তর্দর্শন এবং বিবেচনার। এমনকি ১৯৯১ সালের আর্থিক সঙ্কটের থেকেও বেশি ভয়ঙ্কর সামনের রাস্তাটা। দেশ হিসেবে আমাদের অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করা জরুরি, যাতে প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য স্বাস্থ্যকর ও সম্মানজনক জীবন নিশ্চিত করা যায়।’’

আর্থিক উদারিকরণের তিন দশক উপলক্ষেই মনমোহনের এই বিবৃতি। তবে সেখানে লাইসেন্স রাজের অচলায়তন ভেঙে দেওয়া ঐতিহাসিক সংস্কারের সুখস্মৃতি ছুঁয়ে তিনি পা রেখেছেন কোভিড ক্লিষ্ট অর্থনীতির পরিসরেও। বলেছেন, ‘‘গত তিন দশকে দেশের বিপুল আর্থিক অগ্রগতির দিকে গর্বের সঙ্গে ফিরে তাকালে আনন্দ হয়। কিন্তু দুঃখ পাই অতিমারির ধ্বংসলীলা এবং লক্ষ লক্ষ ভারতীয়ের ক্ষতি দেখে।’’ শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক ক্ষেত্রের পিছিয়ে পড়ার কথা বলে, সিংহের আক্ষেপ, ‘‘খুব বেশি জীবন ও জীবিকা হারিয়েছে, এটা হওয়া উচিত হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Economy manmohan singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE