Advertisement
E-Paper

তড়িঘড়ি তদন্ত শুরু ফোর্টিস, রেলিগেয়ারেও

দুই সংস্থারই প্রোমোটার মলবীন্দ্র মোহন সিংহ ও শিবীন্দ্র মোহন সিংহ। বছর খানেক আগে ফোর্টিস হসপিটালস থেকে ৫০০ কোটি টাকার তহবিল স্থানান্তর ঘিরে বিতর্কে জড়িয়েছেন যাঁরা। পর্ষদের সায় না নিয়েই তা করা হয়েছে বলে অভিযোগ। এর দরুন আঙুল উঠেছে সংস্থা পরিচালনায় শিথিল নিয়ন্ত্রণের দিকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৮
বিপাকে: দুই ভাই মলবীন্দ্র ও শিবীন্দ্র। ফাইল চিত্র

বিপাকে: দুই ভাই মলবীন্দ্র ও শিবীন্দ্র। ফাইল চিত্র

নীরব মোদীর ব্যাঙ্ক জালিয়াতি ও রোটোম্যাক পেন কর্ণধার বিক্রম কোঠারির ঋণ দুর্নীতি নিয়ে তোলপাড় সারা দেশ। বিরোধীদের তোপের মুখে কেন্দ্র। এই পরিস্থিতিতে আরও দুই সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তড়িঘড়ি গুরুত্বপূর্ণ আর্থিক জালিয়াতি অনুসন্ধান দফতরকে (এসএফআইও) তদন্ত শুরুর নির্দেশ দিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক। সংস্থা দু’টি হল, ফোর্টিস হেল্‌থকেয়ার ও রেলিগেয়ার এন্টারপ্রাইজ।

দুই সংস্থারই প্রোমোটার মলবীন্দ্র মোহন সিংহ ও শিবীন্দ্র মোহন সিংহ। বছর খানেক আগে ফোর্টিস হসপিটালস থেকে ৫০০ কোটি টাকার তহবিল স্থানান্তর ঘিরে বিতর্কে জড়িয়েছেন যাঁরা। পর্ষদের সায় না নিয়েই তা করা হয়েছে বলে অভিযোগ। এর দরুন আঙুল উঠেছে সংস্থা পরিচালনায় শিথিল নিয়ন্ত্রণের দিকে। অতীতে আর্থিক পরিষেবা সংস্থা রেলিগেয়ারের কাজ নিয়েও প্রশ্ন তুলেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তাদের তদন্ত প্রকাশ পায়, ভাল করে খতিয়ে না দেখেই বিভিন্ন সংস্থাকে ঋণ দিয়েছে তারা। আপত্তি ওঠে সংস্থার ধার দেওয়ার নিয়ম নিয়েও।

সম্প্রতি সেবি চেয়ারম্যান অজয় ত্যাগী বলেন, ‘‘ফোর্টিস কাণ্ড যাচাই করতে গিয়ে রেলিগেয়ারের উল্লেখ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’ সম্প্রতি দুই সংস্থার পর্ষদ থেকেই সরেছেন সিংহ ভাইয়েরা। সামনে এসেছে তহবিল হস্তান্তর নিয়ে অভিযোগ। তার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। ফোর্টিস কাণ্ডে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সেবি।

আরও পড়ুন: টাকা গায়েব, মেহুলে বিদ্ধ ফ্র্যাঞ্চাইজিরা

রেলিগেয়ার মুখপাত্রের অবশ্য দাবি, এসএফআইও-র তদন্তের ব্যাপারে তাঁরা কিছু জানেন না। এ নিয়ে মুখ খোলেনি ফোর্টিসও।

ক্রমশ জটিল

• ফোর্টিস হেল্‌থকেয়ারের পর্ষদ ছেড়েছেন মলবীন্দ্র, শিবীন্দ্র

• ছেড়েছেন রেলিগেয়ার পর্ষদও

• দুই সংস্থারই প্রোমোটার তাঁরা

• অভিযোগ, এক বছর আগে তাঁরা পর্ষদের সায় ছাড়াই ফোর্টিস হসপিটালস থেকে ৫০০ কোটি নিয়েছেন

• অতীতে রেলিগেয়ারের কাজ নিয়ে প্রশ্ন তোলে রিজার্ভ ব্যাঙ্ক

• ফোর্টিস অভিযোগ যাচাই করতে গিয়ে রেলিগেয়ারের উল্লেখ্যও মিলেছে, জানিয়েছে সেবি

আতসকাচে

• ফোর্টিস কাণ্ডে তদন্ত শুরু সেবির

• ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংস্থাকে তথ্য জমার নির্দেশ

• রেলিগেয়ারের বিষয়টিও খতিয়ে দেখার ইঙ্গিত

• ফোর্টিস ও রেলিগেয়ারের বিরুদ্ধে এসএফআইও-কে তদন্ত শুরুর নির্দেশ কেন্দ্রেরও

এ দিকে, র‌্যানব্যাক্সি-দায়িচি স্যাঙ্কিও মামলার পরিপ্রেক্ষিতেও সিংহ ভাইদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর বন্ধের নির্দেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। র‌্যানব্যাক্সি সম্পর্কে তথ্য লুকিয়ে তাঁরা সংস্থার অংশীদারি দায়িচিকে হস্তান্তর করেন, এই অভিযোগে জাপানি সংস্থাটির করা মামলায় সম্প্রতি দুই সিংহ ভাই, তাঁদের পরিবার-সহ ১২ জনকে আন্তর্জাতিক সালিশি আদালতের ৩,৫০০ কোটি টাকা জমার নির্দেশ কার্যকর করতে বলে হাইকোর্ট। তাতে মলবীন্দ্র, শিবীন্দ্ররা যে সম্পত্তির তথ্য দেখিয়েছিল, এ বার ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেগুলি বিক্রি ও হস্তান্তরই বন্ধ রাখতে বলেছে আদালত।

Fortis Healthcare Religare SEBI রেলিগেয়ার ফোর্টিস হেল্‌থকেয়ার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy