Advertisement
১১ মে ২০২৪
Google Meet

গুগল মিটে ফ্রিতে লম্বা মিটিং আর নয়

সাধারণ মানুষের সুবিধার জন্য এই অ্যাপ ফ্রিতে ব্যবহারের ক্ষেত্রে কোনও সময়সীমা থাকবে না সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেপ্টেম্বর মাস শেষ হতে চললেও নতুন করে কিছু ঘোষণা করেনি গুগল।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪২
Share: Save:

৩০ সেপ্টেম্বর শেষ দিন। এর পর থেকে গুগল মিট অ্যাপের মাধ্যমে এক বারে যত খুশি লম্বা সময় ধরে কথা বলা যাবে না। একটানা সর্বোচ্চ ৬০ মিনিট ফ্রিতে মিটিং করা যাবে।

গত এপ্রিল মাসেই গুগল জানিয়েছিল, এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে ৬০ মিনিট পর্যন্ত মিটিং করা যাবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা কার্যকর হবে অক্টোবর থেকে। দেশে দেশে লকডাউন চালু হতেই সবার জন্য বড় সুবিধা এনে দেয় গুগল। সেই সময়ে সংস্থা জানায়, সাধারণ মানুষের সুবিধার জন্য এই অ্যাপ ফ্রিতে ব্যবহারের ক্ষেত্রে কোনও সময়সীমা থাকবে না সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেপ্টেম্বর মাস শেষ হতে চললেও নতুন করে কিছু ঘোষণা করেনি গুগল।

গুগল অ্যাকাউন্ট রয়েছে, এমন যে কেউই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। অতিমারীর এই সময়ে স্কুল-কলেজের ক্লাস থেকে অফিসের মিটিং কিংবা বন্ধুদের আড্ডা-- অনেক কিছুর জন্যই গুগল মিট ব্যবহার করা হচ্ছে। তাতে কোনও খরচ বা সময়সীমা না থাকায় যথেচ্ছ ব্যবহারও হচ্ছে। কিন্তু অক্টোবর থেকে আর সেটা করা যাবে না। এক ঘণ্টার মধ্যে সেরে নিতে হবে আলাপ আলোচনা। তবে একটা রাস্তা খোলা থাকছে। একটি মিটিং শেষ হওয়ার পরে নতুন লিংক তৈরি করে ফের এক ঘণ্টা ব্যবহার করা যাবে। প্রতিটি লিংক পিছু এক ঘণ্টা করে মিটিং করা যাবে।

আরও পড়ুন: মহিষের সিং বনাম সিংহ, অসমযুদ্ধের অবিশ্বাস্য ভিডিয়ো

আরও পড়ুন: তেইশে পা দিল গুগল, জন্মদিনে জানুন কেমন করে এল এমন নাম

গুগলের ‘জি সুট’ এবং ‘জি সুট ফর এডুকেশন’ পরিষেবার ক্রেতারাও এখন বিনামূল্যে পাওয়া কিছু পরিষেবা অক্টোবর থেকে আর পাবেন না। এখন এই পরিষেবায় এক সঙ্গে ২৫০ জন পর্যন্ত মিটিংয়ে যোগ দিতে পারেন। ১০ হাজার মানুষকে নিয়ে লাইভ স্ট্রিমিং করা যায়। সেই সঙ্গে মিটিংটি গুগল ড্রাইভে সেভ করে রাখা যায়। অক্টোবর থেকে এই সব সুবিধা শুধু পাবে ‘জি সুট’-এর এন্টারপ্রাইজ গ্রাহকরা। এই পরিষেবা নিতে মাসে খরচ পড়ে ২৫ ডলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Google Google Meet Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE