Advertisement
২৬ এপ্রিল ২০২৪

২৫১ টাকার স্মার্টফোনের ডেলিভারি শুরু ২৮ জুন

বহু বিতর্ক পেরিয়ে ‘মুক্তি’ পেতে চলেছে বিশ্বের সবচেয়ে সস্তার স্মার্টফোন ফ্রিডম২৫১। ফ্রিডম ২৫১ প্রস্তুতকারক সংস্থা রিংগিং বেলস জানিয়েছে, ২৮ জুন থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। যাঁরা এই মোবাইল বুকিং করেছিলেন, এই খবর তাঁদের মনে একটু হলেও আশা জাগাল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ২১:৪৪
Share: Save:

বহু বিতর্ক পেরিয়ে ‘মুক্তি’ পেতে চলেছে বিশ্বের সবচেয়ে সস্তার স্মার্টফোন ফ্রিডম২৫১। ফ্রিডম ২৫১ প্রস্তুতকারক সংস্থা রিংগিং বেলস জানিয়েছে, ২৮ জুন থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। যাঁরা এই মোবাইল বুকিং করেছিলেন, এই খবর তাঁদের মনে একটু হলেও আশা জাগাল।

রিংগিং বেলস কোম্পানির ডিরেক্টর মোহিত গোয়েল জানিয়েছেন, “যে সমস্ত গ্রাহক আগে বুক করেছেন, ২৮ জুন থেকে ক্যাশ অন ডেলিভারিতে তাঁদেরকে মোবাইল দেওয়া হবে।” সূত্রের খবর এই মোবাইল পেতে প্রায় ৭ কোটি গ্রাহক বুকিং করেছিলেন।

আরও খবর-আমার ছেলে তৈরি করেছে ফ্রিডম ২৫১! হতবাক মুদি দোকানি বাবা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিংগিং বেলস সংস্থা বিশ্বের সব থেকে সস্তার স্মার্টফোনটি বাজারে নিয়ে আসে। কিন্তু লক্ষাধিক গ্রাহক মোবাইল বুক করতে গিয়ে সাইট ক্র্যাশ করে। আদৌ এই মোবাইল তাঁরা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবেন কি না এই নিয়ে বিতর্কও শুরু হয়। সূত্রের খবর প্রায় ৩০ হাজার গ্রাহক মোবাইল কিনতে টাকা দিয়ে প্রি-বুক করেছিলেন। সবাইকে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, দাবি রিংগিং বেলসের ডিরেক্টর মোহিত গোয়েলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

freedom251 smartphone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE