গত দে়ড় মাস ধরে দাম কমছে পেট্রল-ডিজেলের। কিন্তু এখনই তেল ‘সস্তা’, এ কথা মানতে নারাজ ডিলার থেকে শুরু করে বিশেষজ্ঞ, অনেকেই। বরং তাঁদের দাবি, যে অস্বাভাবিক চূড়োয় দাম পৌঁছেছিল, তার নিরিখে হয়তো ১১ টাকা পেট্রল ‘সস্তা’ দেখে সাময়িক স্বস্তি মিলতে পারে। কিন্তু এখনও তা উদ্বেগজনক সীমার আশপাশেই রয়েছে।
দ্বিতীয় ইউপিএ-র আমলে পেট্রল-ডিজেলের চড়া দামের জন্য কেন্দ্রকে ক্রমাগত বিঁধতেন বিরোধীরা। যদিও তখন অশোধিত তেলের দাম এখনের চেয়ে অনেক বেশি ছিল। মোদী সরকার অবশ্য এখন দশের বাজারে তেলের দাম চড়লে সেই বিশ্ব বাজারের পরিস্থিতিকেই ঢাল করে।
বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। আজ, রবিবারও দাম কমছে পেট্রল-ডিজেলের।