স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের বাড়ি ও গাড়ির ঋণে কমছে সুদ। শনিবার, ১৪ জুন এ কথা ঘোষণা করে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এসবিআইয়ের পাশাপাশি ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তি কমাচ্ছে আরও কয়েকটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান। চলতি মাসে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট হ্রাস করায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এসবিআই জানিয়েছে, ভাসমান হারে ঋণের ক্ষেত্রে সুদ কমবে ০.৫০ শতাংশ। এর ফলে রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত সুদের হার ৮.৬৫ শতাংশ থেকে নেমে আসবে ৮.১৫ শতাংশে। পাশাপাশি, গৃহঋণের নতুন সুদের হারও ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। রবিবার, ১৫ জুন থেকে নতুন সুদের হার কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
গৃহঋণের ক্ষেত্রে সুদের হার আবেদনকারীর সিবিল স্কোরের উপর নির্ভরশীল। এসবিআইয়ের ক্ষেত্রে এটা ৭.৫০ থেকে ৮.৪৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। টপ আপ গৃহঋণে সুদ ধার্য হবে আট থেকে ১০.৫০ শতাংশের মধ্যে। ম্যাক্সগেইন ওভারড্রাফ্ট গৃহঋণে নতুন সুদের হার ৭.৭৫ থেকে ৮.৭ শতাংশ ধার্য করেছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক।
এসবিআইয়ের আগে গৃহঋণে সুদের হার হ্রাস করার কথা ঘোষণা করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি), ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (বিওআই)। ১১ এবং ১২ জুন থেকে রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত ঋণগুলির ক্ষেত্রে নতুন সুদের হার ঘোষণা করেছে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে সুদ। ফলে ৮.৮৫ থেকে ৮.৩৫ শতাংশে নেমে এসেছে সুদের হার। ইউনিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে ভাসমান হারে ঋণের ক্ষেত্রে সুদ ৮.২৫ শতাংশে ঘোরাফেরা করছে। এ ছাড়া ৮.৭৫ থেকে ৮.২৫ শতাংশে নেমেছে কানাড়া ব্যাঙ্কের সুদের হার। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি সুদ কমানোর জেরে গাড়ি ও বাড়ির পাশাপাশি ব্যক্তিগত ঋণ গ্রহণকারীরাও কিছুটা স্বস্তি পাবেন।
বর্তমানে দু’টি নিয়মে ঋণ দিয়ে থাকে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। একটি হল স্থায়ী এবং অপরটি ভাসমান সুদের হারে ঋণ। দ্বিতীয়টি পুরোপুরি ভাবে আরবিআইয়ের রেপো রেটের সঙ্গে সম্পর্কযুক্ত। ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে রিজ়ার্ভ ব্যাঙ্ক ধার দেয় তাকে বলে রেপো রেট। সেই কারণেই এটি কমলে ভাসমান হারে ঋণের ক্ষেত্রে হ্রাস পায় মাসিক কিস্তি। বর্তমানে ৫.৫০ শতাংশে রেপো রেটকে নামিয়ে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।