Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fuel Price

ভোট মিটতেই বাড়ল দাম

আজ সোমবার কলকাতায় পেট্রল বেড়েছে লিটারে ১৮ পয়সা। আর ডিজেল ৫ পয়সা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৩:১৪
Share: Save:

আশঙ্কাই সত্যি হল। শনিবার কর্নাটকে ভোট মিটেছে। আর প্রায় সঙ্গে সঙ্গে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। যা গত ২৪ এপ্রিলের পরে টানা ২০ দিন এক জায়গায় দাঁড়িয়েছিল। আজ সোমবার কলকাতায় পেট্রল বেড়েছে লিটারে ১৮ পয়সা। আর ডিজেল ৫ পয়সা।

প্রশ্ন উঠেছিল, কর্নাটক ভোটের জন্যই কি এই ধীরে চলো নীতি? ঠিক যেমন, গুজরাত ভোটের আগে দাম বদলাচ্ছিল শামুক গতিতে। কিন্তু ভোট মিটতেই ফের তা বাড়ে। ফলে সংশ্লিষ্ট মহলে আশঙ্কা তৈরি হয়, এ বারও তেমনটাই হবে না তো! বিশেষ করে যখন ওই ২০ দিনে বিশ্ব বাজারে অশোধিত তেল কিন্তু ছুঁয়েছে সাড়ে তিন বছরের সর্বোচ্চ দর। ৬৭ টাকা ছাড়িয়েছে ডলারও।

যেমন ভাবা...

• বিশ্ব বাজারে তেল পেরিয়েছে ব্যারেলে ৭৬ ডলার।

• ডলারে টাকার দর নেমেছে। ডলার হয়েছে ৬৭.৩৩ টাকা।

• অথচ ২৪ এপ্রিলের পরে পেট্রল-ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি।

• কর্নাটক ভোট মিটেছে ১২ মে।

• সোমবার কলকাতায় পেট্রল বাড়ল ১৮ পয়সা। আর ডিজেল ৫ পয়সা।

ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন রবিবার বলেন, ‘‘কর্নাটক ভোটের জন্যই তো দাম বাড়ায়নি কেন্দ্র। ভয়, তা আরও বাড়বে।’’ তাঁদের দাবি, তেলে উৎপাদন শুল্ক ছাঁটুক কেন্দ্র। পেট্রোপণ্যকে ঢোকাক জিএসটিতে। এতে সময় লাগলে, দাম কমাতে এখনই অন্তত ডিজেলের দর নিয়ন্ত্রণের রাশ ফের হাতে নিক তারা।

দিল্লির অবশ্য দাবি ছিল, দাম ঠিক করে তেল সংস্থা। ফলে ভোটের প্রশ্ন অমূলক। আর ইন্ডিয়ান অয়েল বলেছিল, ক্রেতাদের কথা ভেবেই নাকি দাম বাড়াচ্ছে না তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE