চলতি মাসের ২৪ দিনে কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম বেড়েছে ২৪,২৫০ টাকা, খুচরো রুপো লাফিয়েছে কেজি প্রতি ৯৯,৫৫০ টাকা। শুধু শনিবারই নজিরবিহীন ভাবেরুপো ২৮,২০০ টাকা চড়েছে। দাঁড়িয়েছে ৩,৩৪,৭০০ টাকায়। সোনা ৬১০০ টাকা বেড়ে হয়েছে ১,৫৮,৬০০।
পিসি চন্দ্র গোষ্ঠীর এমডি উদয় চন্দ্র এবং বৌবাজারের গিনি এম্পোরিয়ামের কর্তা তথা স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে-র অবশ্য দাবি, গয়নার বিক্রি তেমন কমেনি। এখন অনেকেই লগ্নির মনোভাব নিয়ে সোনা কিনছেন। মধ্যবিত্তরাও বাদ যাচ্ছেন না। হালকা বিক্রি হচ্ছে বেশি। তবে ভারী গয়না কেউ কিনছেন না, এমন নয়।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ কাবরা বলছেন, ‘‘দাম যেখানে উঠেছে, তত্ত্বগত ভাবে তাতে সংশোধন হওয়ার কথা। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং আগ্রাসী মনোভাব তা হতে দিচ্ছে না। একটু কমলেই, পরক্ষণে দাম চড়ে যাচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)