সাত দিনে এই প্রথম বিশ্ব বাজারে বাড়ল সোনার দাম। কিন্তু তা কমার ধারা অব্যাহত থাকল দেশের বাজারে। যেমন, মঙ্গলবার কলকাতায় প্রতি ১০ গ্রাম পাকা (২৪ ক্যারাট) সোনার দাম ছিল ২৫,৫৩০ টাকা। সোমবারের তুলনায় ১৩০ টাকা কম। তবে শিল্পে চাহিদা বাড়ায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে রুপো। এক কেজির রুপোর বাট এবং খুচরো রুপোর দর বেড়েছে ৫০ টাকা করে।
দিন ভাল যায়নি শেয়ার বাজারেরও। ইনফোসিসের ১১% শেয়ার দর বৃদ্ধির দিনেও ২৩৮ পয়েন্ট খুইয়েছে সেনসেক্স। নেমে গিয়েছে ২৮,১৮২.১৪ অঙ্কে। শুধু সান ফার্মার শেয়ার দরই পড়েছে ১৫%। সূচককে টেনে নামিয়েছে বিভিন্ন সংস্থার প্রত্যাশা না-মেটানো ফল এবং বাদল অধিবেশনে সংসদ অচল থাকলে বিভিন্ন বিল পাশ না-হওয়ার আশঙ্কা। তবে বাজারের পক্ষে ভাল খবর, বিদেশি আর্থিক সংস্থাগুলির ফের এখানে লগ্নি শুরু করা। সোমবারই ৭১৪.৪০ কোটি টাকা ঢেলেছে তারা। এ দিন ডলারের সাপেক্ষে ১১ পয়সা বেড়েছে টাকার দামও।