কিছু দিন বেশ খানিকটা কমার পরে ফের চড়ছে সোনা-রুপোর দাম। বৃহস্পতিবার কলকাতায় খুচরো পাকা সোনা (১০ গ্রাম, ২৪ ক্যারাট) পৌঁছল ৯৮,০৫০ টাকায়। জিএসটি ধরে ১,০০,৯৯১ টাকা। তাল মিলিয়ে গয়নার সোনা (১০ গ্রাম, ২২ ক্যারাট) হল কর বাদ দিয়ে ৯৩,২০০ আর ধরে ৯৫,৯৯৬ টাকা। নজিরবিহীন হল রুপোর দর। প্রতি কিলোগ্রাম খুচরো রূপো এক লাখ পার করেছিল আগেই। এ দিন মূল দাম ছুঁল ১,০২,৮৫০ টাকা। জিএসটি নিয়ে ১,০৫,৯৩৫ টাকা। ব্যবসায়ী মহলের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি, শুল্ক যুদ্ধ এবং দুর্বল ডলারই সোনার দামকে ঠেলে তুলছে।
ব্যবসায়ীদের দাবি, সাধারণ মানুষ একান্ত প্রয়োজন না পড়লে সোনা-রুপোর গয়না কেনার কথা ভাবছেন না। অনেক আগে সোনার নাগাল না পেয়ে রুপোর দিকে হাত বাড়াতেন একাংশ। সেই দিনও আর নেই। এ দিন বিশ্ব বাজারে সোনার আউন্স ছিল ৩৪০০ ডলার। এক দিনেই ৫০ ডলার বেশি। জুনের প্রথম সপ্তাহ কলকাতায় দাম বেড়েছে মোট ২১০০ টাকা।
জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেরা বলেন, ‘‘আন্তর্জাতিক আর্থিক বাজারে অনিশ্চয়তা। নিরাপদ লগ্নির ক্ষেত্র হিসাবে বিনিয়োগকারীরা ফের সোনাকে আঁকড়ে ধরছেন। তাতেই বাড়ছে দাম।’’ একাংশের দাবি, মূল্যবৃদ্ধির ঝুঁকি কমা, শিল্পে বর্ধিত চাহিদার মতো বিষয় একই ভাবে বাড়াচ্ছে রুপোর চাহিদা এবং দর। শিল্পের আক্ষেপ, সোনা-রুপোর দামের জেরে গয়নার কেনাকাটা থমকে গিয়েছে। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে বলেন, ‘‘দাম নাগাড়ে বাড়তে থাকায় বিক্রিতে ভাটা পড়েছে। দর কোথায় পৌঁছবে জানি না।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)