Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সিগারেটে বাড়তি সেস, তবে বাড়ছে না দাম

সিগারেটে ২৮% জিএসটি বহাল থাকছে। মূল্যের উপর ৫% সেস-ও থাকছে। উপরন্তু প্রতি এক হাজারটি সিগারেটের জন্য নির্দিষ্ট সেস বাড়ছে ৪৮৫-৭৯২ টাকা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০২:২৮
Share: Save:

পণ্য-পরিষেবা কর চালুর পরে এই প্রথম জিএসটি পরিষদের বৈঠকে সিগারেটে বাড়তি সেস বসানোর কথা জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে সোমবার তাঁর দাবি, এর জেরে বাজারে দাম বাড়বে না সিগারেটের। নতুন ব্যবস্থার ফাঁক গলে প্রস্তুতকারী সংস্থাগুলি যাতে মুনাফা পকেটে পুরতে না-পারে, সে জন্যই সেস বসানোর পদ্ধতি ঢেলে সাজল কেন্দ্র।

সিগারেটে ২৮% জিএসটি বহাল থাকছে। মূল্যের উপর ৫% সেস-ও থাকছে। উপরন্তু প্রতি এক হাজারটি সিগারেটের জন্য নির্দিষ্ট সেস বাড়ছে ৪৮৫-৭৯২ টাকা পর্যন্ত। সিগারেটের দৈর্ঘ্য ও সেটি ফিল্টার-যুক্ত কি না, তার উপর নির্ভর করবে এই হার।

কেন্দ্রের দাবি, এতে বাড়তি ৫ হাজার কোটি টাকার রাজস্ব আসবে। এর আগে ফিল্টার ও নন-ফিল্টার সিগারেটে ৬৫মিমি দৈর্ঘ্য পর্যন্ত প্রতি হাজারে সেস ছিল ১,৫৯১ টাকা। বাদবাকি সিগারেটে ২,১২৬-৪,১৭০ টাকা। এতে পুরনো জমানার তুলনায় মোট কর ও সেস কমেছিল। ফলে দামে ছাড় না-দিয়ে সংস্থাগুলি বাড়তি লাভ ঘরে তুলছিল বলে অভিযোগ। তা ঠেকাতেই ঢেলে সাজা হল সেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cigarette Cess
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE