Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
National News

জিএসটিতে বড় বদল, ২৭ পণ্য ও পরিষেবার উপর কর কমল

দু’ডজনেরও বেশি পণ্য ও পরিষেবার উপর ধার্য করের হার কমিয়ে দিল সরকার। ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য সহজতর করা হল কর জমা দেওয়ার পদ্ধতি। সহজ করা হল পণ্য রফতানির প্রক্রিয়াও।

জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সব সিদ্ধান্ত এ দিন হল, তাতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। ছবি: পিটিআই।

জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সব সিদ্ধান্ত এ দিন হল, তাতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ২৩:৫৯
Share: Save:

তিন মাসের মধ্যেই বদলে গেল করের হার। জিএসটি কাউন্সিলের বৈঠকে বসল শুক্রবার। দু’ডজনেরও বেশি পণ্য ও পরিষেবার উপর ধার্য করের হার কমিয়ে দিল সরকার। ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য সহজতর করা হল কর জমা দেওয়ার পদ্ধতি। সহজ করা হল পণ্য রফতানির প্রক্রিয়াও।

দেশের পরোক্ষ করদাতাদের ৯০ শতাংশই হলেন সেই ব্যবসায়ীরা, যাঁদের বার্ষিক মুলধনী আবর্তনের পরিমান বছরে দেড় কোটির মধ্যে। তবে সরকার বছরে যে পরিমাণ কর আদায় করে, তার ৫-৬ শতাংশ আসে এই ব্যবসায়ীদের কাছে থেকে। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর থেকে তাঁরা খুব সমস্যার পড়েছিলেন। জিএসটি কাউন্সিলের এ দিনের বৈঠকে সেই সমস্যার সমাধানের চেষ্টা হয়েছে। প্রথমে বলা হয়েছিল, প্রতি মাসে এই ব্যবসায়ীদের আয়ের হিসেব জমা দিতে হবে এবং প্রদেয় কর শোধ করতে হবে। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই ব্যবসায়ীরা তিন মাস অন্ত আয়ের রিটার্ন জমা দেবেন এবং জিএসটি মেটাবেন। প্রতি মাসে জিএসটি জমা দিতে হবে না।

আরও পড়ুন:জিএসটি-র ক্ষতে মলমের খোঁজ

বিভিন্ন পণ্য যাঁরা বিদেশে রফতানি করেন, তাঁদের প্রত্যেকের জন্য ২০১৮ সালের ১ এপ্রিলের মধ্যে সরকার ই-ওয়ালেটের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। তার আগে পর্যন্ত ০.১ শতাংশ হারে নামমাত্র জিএসটি জমা দিলেই চলবে।

আরও পড়ুন:পরিচালন ব্যবস্থা ঢেলে সাজতে প্রস্তাব

মোট ২৭টি পণ্য ও পরিষেবার উপর থেকে কর কমানোর সিদ্ধান্তও এ দিন নিয়েছে কাউন্সিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘‘গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স আরও সিম্পল হয়ে গেল। আজকের সুপারিশগুলি ছোট এবং মাঝারি ব্যবসাগুলির জন্য অত্যন্ত সহায়ক হবে।’’

অন্য বিষয়গুলি:

GST GST Council Meeting Arun Jaitley জিএসটি কাউন্সিল Tax Rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy