Advertisement
২৫ এপ্রিল ২০২৪
GST

জিএসটি সব চেয়ে বড় পাগলামি: স্বামী

বুধবার এক অনুষ্ঠানে দেশের আর্থিক বৃদ্ধি, উন্নতি, লগ্নি ইত্যাদি নিয়ে ‘বেসুরো গাইতে’ শোনা যায় স্বামীকে।

সুব্রহ্মণ্যন স্বামী।

সুব্রহ্মণ্যন স্বামী।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৯
Share: Save:

তড়িঘড়ি জিএসটি এনে অর্থনীতির সর্বনাশ করা হয়েছে বলে বহু বার তোপ দেগেছে বিরোধী দলগুলি। এ বার জিএসটি-কে একবিংশ শতাব্দীর সব থেকে বড় পাগলামি বলে কটাক্ষ ছুড়লেন খোদ বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী।

বুধবার এক অনুষ্ঠানে দেশের আর্থিক বৃদ্ধি, উন্নতি, লগ্নি ইত্যাদি নিয়ে ‘বেসুরো গাইতে’ শোনা যায় স্বামীকে। তার পরেই যাঁরা দেশে লগ্নি করবেন, তাঁদের পুরস্কৃত করার প্রস্তাব দিয়ে তাঁর মন্তব্য, ‘‘আয়কর ও একবিংশ শতাব্দীর সব থেকে বড় পাগলামি, জিএসটি নিয়ে ওঁদের (লগ্নিকারীদের) ভয় দেখাবেন না।’’ শুধু তাই নয়, যে জিএসটি নিয়ে বড়াই করেন প্রধানমন্ত্রী ও তাঁর নেতা-মন্ত্রীরা, সেই কর ব্যবস্থা সম্পর্কে আজ স্বামীর দাবি, এটা এতই জটিল যে, কেউ বুঝতে পারেন না কোন ফর্ম ভর্তি করতে হবে। এই প্রসঙ্গে তিনি তোলেন রাজস্থানের এক
ব্যবসায়ীর কথাও। স্বামীর কাছে যাঁর প্রশ্ন ছিল, বিদ্যুৎ পরিষেবা নেই, কম্পিউটারে কী ভাবে জিএসটি ফর্ম আপলোড করবেন! আজ স্বামী বলেন, ‘‘আমি বলেছি, এটা আপলোড করুন আপনার মাথায় এবং প্রধানমন্ত্রীর কাছে যান ও তাঁকে বলুন।’’

এ দিন স্বামী এটাও বলেছেন, ‘‘২০৩০ সালের মধ্যে সুপারপাওয়ার হতে গেলে ভারতের বৃদ্ধি হতে হবে বছরে ১০%। অথচ মাঝেমধ্যে ৮% বৃদ্ধি দেখা গেলেও, কংগ্রেস যে সব সংস্কার এনেছিল, তার পরে এই ক্ষেত্রে দেশের আর কোনও উন্নতি হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Subramanian Swamy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE