অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড়দৌড়ের উপরে ২৮ শতাংশ হারে জিএসটি আদায়ের সুপারিশ করল রাজ্যের অর্থমন্ত্রীদের মন্ত্রিগোষ্ঠী। অনলাইন জুয়া, ক্যাসিনো, ঘোড়দৌড়ে প্রথমে যে টাকার বাজি ধরা হয়, তার সঙ্গে পুরস্কার মূল্য, পরিষেবা ফি-সহ সব কিছুর উপরেই জিএসটি আদায়ের সুপারিশ করেছে মন্ত্রিগোষ্ঠী।
আজ দিল্লিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়। বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তরপ্রদেশ, গুজরাত, গোয়ার মন্ত্রীরা হাজির ছিলেন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, তামিলনাড়ু ও তেলঙ্গানার অর্থমন্ত্রীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম থেকেই অবস্থান ছিল, অনলাইন গেমিং, ক্যাসিনো ও ঘোড়দৌড়ের ক্ষেত্রে পুরো অর্থের উপরে জিএসটি আদায় করতে হবে। কারণ স্কিল লোটোর মামলায় সুপ্রিম কোর্ট তেমনই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় ও জিএসটি আইন মেনেই প্রাথমিক বাজির অঙ্ক, পুরস্কার মূল্য, পরিষেবা ফি সব কিছুর উপরে জিএসটি আদায় করা উচিত। মন্ত্রিগোষ্ঠী পশ্চিমবঙ্গের যুক্তি মেনে নিয়েই সুপারিশ করেছে।