ভারত আমদানি শুল্কের ‘অপব্যবহার’ করছে বলে সম্প্রতি দাবি করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তার পাল্টা দিল ভারতের বাণিজ্য পরামর্শদাতা সংস্থা জিটিআরআই। তাদের বক্তব্য, ট্রাম্পের ওই বক্তব্য ‘অন্যায্য’। তিনি নির্দিষ্ট কয়েকটি পণ্যের উদাহরণ দিয়ে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। বাস্তবে সমস্ত দেশই নিজেদের নির্দিষ্ট কিছু শিল্পকে রক্ষা করতে উঁচু হারে আমদানি শুল্ক চাপায়। আমেরিকাও ব্যতিক্রম নয়। অনেকে মনে করাচ্ছেন, প্রেসিডেন্ট থাকাকালীন এক বার ভারতকে ‘শুল্কের রাজা’ বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প।
জিটিআরআই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্যারিফ প্রোফাইলস ২০২৩’ তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, আমেরিকায় দুগ্ধজাত পণ্য (১৮৮%), ফল ও আনাজ (১৩২%), খাদ্যশস্য (১৯৩%), তৈলবীজের (১৬৪%) উপরে মোটা আমদানি শুল্ক রয়েছে। জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, ‘‘এটা ঠিক, কয়েকটি পণ্যে ভারত উঁচু হারে আমদানি শুল্ক চাপায়। তবে ট্রাম্প অপরিহার্যতার দিকটি এড়িয়ে গিয়েছেন। তিনি বেশি শুল্কের হাতে গোনা কয়েকটি পণ্যের উদাহরণ দিয়েছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)