Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফের স্বেচ্ছাবসর হিন্দমোটরসে

ফের উত্তরপাড়া কারখানার কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করল হিন্দুস্তান মোটরস। মঙ্গলবার সংস্থা বম্বে স্টক এক্সচেঞ্জ-কে জানিয়েছে, আগামী ১ অক্টোবর পর্যন্ত সংস্থায় যে -সব স্থায়ী কর্মী ও টেকনিশিয়ান কর্মরত থাকবেন, তাঁদের সকলের জন্য এই প্রকল্প কার্যকর হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৭
Share: Save:

ফের উত্তরপাড়া কারখানার কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করল হিন্দুস্তান মোটরস। মঙ্গলবার সংস্থা বম্বে স্টক এক্সচেঞ্জ-কে জানিয়েছে, আগামী ১ অক্টোবর পর্যন্ত সংস্থায় যে -সব স্থায়ী কর্মী ও টেকনিশিয়ান কর্মরত থাকবেন, তাঁদের সকলের জন্য এই প্রকল্প কার্যকর হবে।

গত বছরের মে মাসে কারখানা বন্ধ হওয়ার পরে নভেম্বরে প্রথম দফায় কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প চালু করেছিলেন সংস্থা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের খবর, কারখানার মোট ২৩০০ কর্মীর মধ্যে হাজার খানেক কর্মী সেই প্রকল্পে সাড়া দেন। তবে বেশি দিন চাকরি থাকা কর্মীদের অনেকেই এই প্রকল্পে আগ্রহ দেখাননি।

গোড়া থেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। সিটু নিয়ন্ত্রিত হিন্দুস্তান মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের সহ সভাপতি মণীন্দ্র চক্রবর্তী এ দিনও দাবি করেন, সংস্থা এই নতুন প্রকল্পের বিষয়ে সরকারি ভাবে তাঁদের কিছু জানায়নি। কারখানার বিভিন্ন গেটে সোমবার রাতে সেই নোটিস টানানো হয়। তাঁর অভিযোগ, এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত একপেশে। কারণ সংস্থার পুনরুজ্জীবনের বিষয়টি বিআইএফআর-এর বিচারাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hindusthan motors vrs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE