Advertisement
E-Paper

স্মার্ট টিভির সম্ভার নিয়ে ভারতে আসছে অনর

অনার ভিশন-সিরিজের এই স্মার্ট টিভিতে থাকছে পপ-আপ ক্যামেরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৫:৪৫
এ বার ভারতে আসছে অনরের পপ-আপ ক্যামেরা যুক্ত স্মার্ট টিভি। ছবি- সংগৃহীত।

এ বার ভারতে আসছে অনরের পপ-আপ ক্যামেরা যুক্ত স্মার্ট টিভি। ছবি- সংগৃহীত।

চলতি মাসের শেষে ভারতে আসতে চলেছে অনরের ভিশন-সিরিজের স্মার্ট টিভি। এই টেকনোলজি জায়েন্ট আগামী সোমবার, ১৪ অক্টোবর তাদের নয়া স্মার্ট টিভি সিরিজ, অনর ভিশন স্মার্ট টিভি এবং অনর ভিশন প্রো স্মার্ট টিভি লঞ্চের মাধ্যমে ভারতের স্মার্ট টেলিভিশনের বাজার দখল করতে চাইছে।

নয়াদিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্থা তাদের স্মার্ট টিভি দু’টি লঞ্চ করতে চলেছে। যদিও এই অনুষ্ঠানে দু’টি মডেল এক সঙ্গে আসবে কিনা, সংস্থার তরফে তা উল্লেখ করা হয়নি। তবে সূত্রের খবর, অনার ভিশন-সিরিজের এই স্মার্ট টিভিতে থাকছে পপ-আপ ক্যামেরা।

প্রযুক্তির দিক থেকে, অনর ভিশন টিভি এবং অনর ভিশন প্রো টিভির মধ্যে খুব একটা পার্থক্য নেই। প্রো মডেলে থাকছে পপ-আপ ক্যামেরা, ছয়টি ফার-ফিল্ড মাইক্রোফোন, ১০ ওয়াটের দু’টি এক্সট্রা স্পিকার এবং অনবোরড স্টোরেজ। এ ছাড়া, এই দুই স্মার্ট টিভিতে থাকছে, এনটিএসসি ৮৭ পারসেন্টের ওয়াইড কালার স্কেলের সঙ্গে ৫৫ ইঞ্চির ৪কে ডিসপ্লে স্ক্রিন, যার এসপেক্ট রেশিও ১৬:৯, ব্রাইটনেস থাকছে ৪০০ নিটস।

আরও পড়ুন: বাজারে এল ওয়ানপ্লাস এর নতুন মডেল ৭টি প্রো, দেখে নিন এর ফিচার...

আরও পড়ুন: চলতি মাসেই ভারতে আসছে শাওমির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার স্মার্টফোন

Honor Smart Tv Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy