Advertisement
২০ এপ্রিল ২০২৪

অক্টোবরেই পূর্ণাঙ্গ ব্যাঙ্ক খুলবে আইডিএফসি

অক্টোবরের মধ্যেই পুরোদস্তুর ব্যাঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করতে চায় আইডিএফসি। ব্যাঙ্ক খুলতে গত বছরই রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি পেয়েছিল পরিকাঠামো প্রকল্পে ঋণদাতা সংস্থাটি। চলতি বছরেই সেই কাজ শুরু করে দিতে চায় তারা। এ জন্য দেশের বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চল মিলিয়েই শাখা খুলবে আইডিএফসি ব্যাঙ্ক। প্রসঙ্গত, আইডিএফসি-র পাশাপাশি সে সময়েই ব্যাঙ্ক খোলার অনুমতি পায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্র-ঋণ সংস্থা বন্ধন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০২:৩৩
Share: Save:

অক্টোবরের মধ্যেই পুরোদস্তুর ব্যাঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করতে চায় আইডিএফসি। ব্যাঙ্ক খুলতে গত বছরই রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি পেয়েছিল পরিকাঠামো প্রকল্পে ঋণদাতা সংস্থাটি। চলতি বছরেই সেই কাজ শুরু করে দিতে চায় তারা। এ জন্য দেশের বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চল মিলিয়েই শাখা খুলবে আইডিএফসি ব্যাঙ্ক। প্রসঙ্গত, আইডিএফসি-র পাশাপাশি সে সময়েই ব্যাঙ্ক খোলার অনুমতি পায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্র-ঋণ সংস্থা বন্ধন।

মঙ্গলবার আইডিএফসি-র সিওও অবতার মোঙ্গা জানান, শহর এবং গ্রামের মানুষকে একই গুরুত্ব দিয়ে পরিষেবা দিতে আগ্রহী তাঁরা। সেই কারণে গ্রামাঞ্চল ও বড় শহরে মিলিয়ে মিশিয়ে শাখা খুলবে আইডিএফসি। প্রাথমিক ভাবে ২৫টি শাখা খুলে পরিষেবা চালু করা হবে। নতুন ব্যাঙ্ক খোলার অনুমতি পেতে ছোট শহর এবং গ্রামাঞ্চলে ন্যূনতম ২৫ শতাংশ শাখা চালুর শর্ত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই প্রসঙ্গেই এ কথা জানান মোঙ্গা। তাঁর দাবি, শহরের শাখাগুলির মধ্যে বিভিন্ন কাজ ভাগাভাগি করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। যেমন, এর মধ্যে কিছু কিছু শাখা থাকবে শুধুমাত্র কর্পোরেট সংস্থাগুলিকে ঋণ দেওয়ার জন্যই।

শহর ও গ্রামে সমান ভাবে ব্যাঙ্কিং পরিষেবা দিতে পরিকাঠামো গড়ার দিকেও নজর দিচ্ছে সংস্থা। এ জন্য চেন্নাই ভিত্তিক ব্যাঙ্কিং তথ্যপ্রযুক্তি সংস্থা এফএসএস-এর সঙ্গে চুক্তি করেছে তারা। লেনদেন নিশ্চিত করা, কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা দেওয়া, অনলাইন কেনাকাটায় টাকা মেটানো, আধার কার্ডের সঙ্গে যুক্ত নানা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবে এফএসএস। এ ছাড়া ব্যাঙ্কের এটিএম পরিচালনাও করবে এই সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IDFC IDFC Bank Nifty financial business FSS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE