এ বার থেকে অবসরের আগে কেউ চাকরি ছাড়লে, তাকে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা তোলার জন্য ১২ মাস অপেক্ষা করতে হবে। আগে করতে হত দু’মাস। এখানে অবশ্য অবসরের আগে টাকা তোলার ক্ষেত্রে বয়স ধরা হবে ৫৫ বছর। ওই বয়সের পরে চাকরি ছাড়লে অবশ্য টাকা তোলার জন্য ১২ মাস অপেক্ষা করার বিধি প্রযোজ্য হবে না, আগের নিয়মই বহাল থাকবে।
পাশাপাশি কর্মক্ষেত্রে ১০ বছর পেরনোর আগেই যদি কেউ চাকরি ছেড়ে দেন, তা হলে তাঁকে পেনশনের টাকা তোলার জন্য ৩৬ মাস অপেক্ষা করতে হবে। আগে এ ক্ষেত্রেও দু’মাস অপেক্ষার নিয়ম ছিল। পিএফের বিধি অনুসারে, কেউ ১০ বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই চাকরি ছেড়ে দিলে পেনশন অ্যাকউন্টের টাকা তুলে নিতে পারেন। কিন্তু ১০ বছরের বেশি চাকরি করলে তিনি বাধ্যতামূলক ভাবে পেনশন প্রকল্পের আওতায় আসবেন। পেনশন অ্যাকাউন্টে জমা টাকা তুলে নিতে পারবেন না।
অছি পরিষদের সদস্য এবং টিইউসিসির সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি জানান, পিএফের সদস্যদের বাড়তি টাকা সুরক্ষিত থাকার ব্যবস্থা করতে নতুন নিয়ম চালু করা হয়েছে। তাঁর দাবি, দেখা গিয়েছে অনেক সময়েই সদস্য একটি চাকরি ছেড়ে অন্য একটিতে যোগ দিয়ে আগের চাকরির পিএফের টাকা তুলে নেন। নতুন চাকরিতে ফের পিএফের নতুন অ্যাকাউন্ট খোলেন। এতে পেনশন হিসাবের সময় চাকরির মেয়াদ কম হওয়ায় প্রাপ্য টাকার অঙ্ক কমে যায়। ওই প্রবণতা কমানোই নতুন নিয়মের উদ্দেশ্য, জানান তিওয়ারি। উল্লেখ্য, সদস্য যদি পেনশনের টাকা না তুলে পরের চাকরির পেনশন অ্যাকাউন্টে তা স্থানান্তরিত করে নেন, তা হলে পেনশনের হিসাব করার সময় পুরনো সংস্থার চাকরির মেয়াদও ধরা হয়।
নতুন নিয়ম
অবসরের আগে চাকরি ছাড়লে পিএফের টাকা পেতে ১২ মাস। আগে ছিল দু’মাস।
১০ বছরের আগে চাকরি ছাড়লে পেনশনের টাকা পেতে ৩৬ মাস। আগে দু’মাস ছিল এই ক্ষেত্রেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)