Advertisement
২০ এপ্রিল ২০২৪

টাকার পতন রুখতে বাড়ল আমদানি শুল্ক

কেন্দ্রের দাবি, গত অর্থবর্ষে ওই ক’টি পণ্যই আমদানি হয়েছিল প্রায় ৮৬,০০০ কোটি টাকার। এ দিন রাত থেকেই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এর ফলে পণ্যগুলির দাম বাড়তে পারে। বাড়তে পারে বিমান ভাড়াও। আর তা আসন্ন উৎসবের মরসুমে ব্যবসায় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫২
Share: Save:

কেন্দ্রের পাঁচ দফা দাওয়াইয়ে বলা হয়েছিল আগেই। সেই মতো ডলারে টাকার পতন আটকাতে এবং চলতি খাতে ঘাটতি কমাতে ১৮টি পণ্যে আমদানি শুল্ক বাড়াল মোদী সরকার। আর বিমান জ্বালানিতে বসল নতুন শুল্ক।

কেন্দ্রের দাবি, গত অর্থবর্ষে ওই ক’টি পণ্যই আমদানি হয়েছিল প্রায় ৮৬,০০০ কোটি টাকার। এ দিন রাত থেকেই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এর ফলে পণ্যগুলির দাম বাড়তে পারে। বাড়তে পারে বিমান ভাড়াও। আর তা আসন্ন উৎসবের মরসুমে ব্যবসায় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা।

এই সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছেন রফতানিকারীরা। তাদের দাবি, এতে দেশীয় শিল্প লাভবান হবে। গয়নায় শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানালেও, হিরের উপরে তা বসায় আপত্তি তুলেছে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

duty Import rupee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE