রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তৈরি হওয়া অস্থিরতায় পেট্রলের দাম অনেকটাই বাড়ল আমেরিকায়। বৃহস্পতিবার সে দেশের গ্যাস স্টেশনগুলিতে গ্যালন প্রতি পেট্রলের যে দর ছিল, ভারতীয় মুদ্রার হিসেবে তা দাঁড়ায় প্রতি লিটারে ৮৬ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ বিশ্বের ধনীতম দেশেও পেট্রোলের দাম ভারতের চেয়ে অনেকটাই কম!
অবশ্য কয়েক মাস আগে দামের এই ফারাক ছিল আরও বেশি। গত জুনে ভারতের অনেক রাজ্যে যখন পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁয়েছিল, নিউ ইয়র্কের বাসিন্দাদের তখন লিটার প্রতি পেট্রলের জন্য মাত্র ৫৭ টাকা খরচ করতে হত।