Advertisement
১৭ মে ২০২৪

৮% বৃদ্ধি দু’দশক ধরে রাখা সম্ভব, দাবি করলেন ভার্গারা

রাষ্ট্রপুঞ্জ তার সাম্প্রতিক রিপোর্টে অবশ্য ২০১৭ সালে ভারতে ৬.৭% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, ২০১৮-র জন্য ৭.২%, ২০১৯ সালের জন্য ৭.৪%। তবে ভার্গারার মতে ভারতের আর্থিক পরিস্থিতি সাধারণ ভাবে ইতিবাচক ও ‘বৃদ্ধির অনুকূলে’।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০১:২১
Share: Save:

এ বার ভারতে ৮% আর্থিক বৃদ্ধির স্বপ্ন ফিরি করলেন রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ। আগামী দু’দশক ধরেই এই চড়া বৃদ্ধির বৃত্তে থাকা সম্ভব বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক আধিকারিক সেবাস্তিয়ান ভার্গারা। তবে এর জন্য তিনি একটিই শর্ত দিয়েছেন। সেটি হল, কেন্দ্রের তরফে পরের দফার সংস্কার কর্মসূচি হাতে নেওয়া।

রাষ্ট্রপুঞ্জ তার সাম্প্রতিক রিপোর্টে অবশ্য ২০১৭ সালে ভারতে ৬.৭% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, ২০১৮-র জন্য ৭.২%, ২০১৯ সালের জন্য ৭.৪%। তবে ভার্গারার মতে ভারতের আর্থিক পরিস্থিতি সাধারণ ভাবে ইতিবাচক ও ‘বৃদ্ধির অনুকূলে’। এই সম্ভাবনা কাজে লাগাতে চাই নতুন পর্যায়ের আর্থিক সংস্কার। যে-সব ক্ষেত্রের সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে:

• লগ্নি বাড়ানোর পথ করে দেওয়া

• মানুষের জীবনযাত্রার মান বাড়ানো

• বেসরকারি স্তরে চাহিদা বৃদ্ধি

• মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ঋণনীতি

ইতিমধ্যেই কেন্দ্রের হাতে নেওয়া আর্থিক সংস্কারেরও প্রশংসা করেছেন ভার্গারা। তিনি জানান, ২০১৭-র গোড়ায় নোট নাকচের প্রভাব পড়ে অর্থনীতিতে। নগদের সঙ্কটে অর্থনীতি ধাক্কায় খায়। তবে তা কাটানো সম্ভব বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE