ভারত-আমেরিকা ঠিক করেছিল সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় সারবে। সূত্রের ইঙ্গিত, তার আগে ৮ জুলাইয়ের মধ্যে অন্তর্বর্তী চুক্তি হতে পারে। যেখানে ভারতীয় পণ্যের উপর থেকে আমেরিকার প্রস্তাবিত ২৬% পাল্টা শুল্ক প্রত্যাহারের চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি। ন্যূনতম ১০% শুল্ক তুলে নেওয়ার জন্যও ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে।
সরকারি সূত্রের দাবি, অন্তর্বর্তী চুক্তিতে পণ্য, ডিজিটালের মতো কিছু পরিষেবা এবং শুল্কের বাইরে বাণিজ্যের পাঁচিল ভাঙার মতো বিষয় থাকবে। নয়াদিল্লির লক্ষ্য আমেরিকার বাড়তি শুল্ক থেকে সম্পূর্ণ নিষ্কৃতির পাশাপাশি বস্ত্র-সহ বিভিন্ন শ্রম নিবিড় ক্ষেত্রের জন্যও কিছু ছাড় আদায়। অন্য দিকে, আমেরিকা চাইছে মূলধনী পণ্য, গাড়ি বিশেষত বৈদ্যুতিক, ওয়াইন, পেট্রোপণ্য, কৃষি এবং দুগ্ধজাত সামগ্রী, জিএম শস্যের মতো ক্ষেত্রে শুল্ক ছাড়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)